শিরোপার কথা শুনিয়ে গেলেও দুই ম্যাচ শেষেই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশের। পাকিস্তানের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচটি এখন দুই দলের জন্যই নিয়মরক্ষার লড়াই। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) এই ম্যাচটি খেলেই দেশে ফিরবে টাইগাররা।
পাকিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচ খেলে পরদিনই দেশে ফেরার কথা নাজমুল হোসেন শান্তর দলের। তবে দেশে ফিরে বিশ্রামের জো নেই টাইগারদের। এরপর ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুটি টেস্ট খেলার কথা বাংলাদেশের।
বাংলাদেশের পরবর্তী বিদেশ সফর আগামী মে মাসে। তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলতে ফের পাকিস্তানেই যাবে বাংলাদেশ। তবে পাকিস্তান ক্রিকেট দলের সঙ্গে চলতি বছরে আরও একবার দ্বৈরথ হতে পারে টাইগারদের। দেশের একটি জাতীয় দৈনিক বিসিবির সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, আগামী জুন-জুলাইয়ে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরের পরপরই বাংলাদেশ সফরে আসতে পারে পাকিস্তান। জুলাই-আগস্টে বাংলাদেশে এসে ৩ টি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির আরও একটি সিরিজ খেলতে রাজি হয়েছে পিসিবি।
একই খবর জানিয়েছে ক্রীড়া বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজও। তবে তাদের ভাষ্য মতে, এই সিরিজের আলোচনা এখনও প্রাথমিক পর্যায়েই আছে। এখনও পিসিবি চূড়ান্ত সিদ্ধান্ত জানায়নি। তবে দুই বোর্ডই এই সিরিজ আয়োজনে ইতিবাচক।
চলমান চ্যাম্পিয়ন্স ট্রফির মাঝেই দুবাইয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি ফারুক আহমেদ এবং পিসিবির চেয়ারম্যান মহসিন নাকভির মধ্যে আলাপকালে এই প্রস্তাবনা উঠেছে। বিসিবির ক্রিকেট অপারেশন্সের প্রধান শাহরিয়ার নাফিস মঙ্গলবার ক্রিকবাজকে বলেন, ‘বিসিবি এবং পিসিবি এই বিষয়ে আলাপ করছে (তিনটি করে ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ নিয়ে) এবং এই মুহূর্তে দুই দেশের বোর্ডই এই ব্যাপারে ইতিবাচক।
চলতি বছর বাংলাদেশ দল ভারতকেও আতিথ্য দেবে। আগস্ট-সেপ্টেম্বরে তিন ম্যাচের টেস্ট ও সমান সংখ্যক টি-টোয়েন্টি খেলতে ভারতীয় দল বাংলাদেশে আসবে। এরপর সেপ্টেম্বরে মাঠে গড়াবে এশিয়া কাপ। অক্টোবরে তিনটি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজও।
ঘরের মাঠে খেলেই বছরটা শেষ করবে টাইগাররা। শেষ সিরিজে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে টাইগাররা।
আরও পড়ুন
পদত্যাগ করলেন নাহিদ ইসলাম
মুশফিক-মাহমুদউল্লাহ অটোচয়েজ কি না প্রসঙ্গে যে উত্তর শান্তর
শান্তির আহ্বানের অর্থ ইউক্রেনের ‘আত্মসমর্পণ’ নয়, ট্রাম্পকে মাখোঁর সতর্কবার্তা