December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 28th, 2024, 8:16 pm

জুলাই-আগস্ট ছাত্র জনতা শহীদ আহতদের স্মরণ সভা

ডামুড্যা (শরীয়তপুর) সংবাদদাতাঃ মোঃ নুরুল ইসলাম খোকন জুলাই আগস্টের বিল্পব এমনি এমনি হয়নি। দীর্ঘদিনের শোষণ বঞ্চনার পরে, আমাদের মাঝে একটি চেতনার কাজ করিয়াছে। তাই হচ্ছে এদেশের প্রতিটি মানুষ তার শিক্ষা, মেধা ও যোগ্যতার অনুয়ায় তার বেঁচে তার অধিকার পাবে। এ দেশে তারা শোষণ বঞ্চনা ও বৈষম্য মুক্ত সমাজ ও রাষ্ট্রে বেড়ে উঠবে। বৈষম্য বিরোধী চেতনা নিয়ে জুলাই-আগস্টে বিপ্লব সংগঠিত হয়েছে। যে বিপ্লবে ছাত্র জনতা তাদের জীবন ও পঙ্গুত্ব নিয়ে বাংলাদেশকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। এই চেতনাকে ধারণ করে আমাদের আগামী বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। আমাদের ঐক্য ও চেতনার মাঝে ফাটল ধরলে ছাত্র জনতার অর্জিত বিজয়ী স্নান হয়ে যাবে। বুধবার ২৮ শে নভেম্বর ডামুড্যা উপজেলা ও প্রশাসনের সম্মেলন কক্ষে ২০২৪ই সালের জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যূত্থানে আহত ও শহীদের স্মরণে সভায় সভাপত্বিত করেন উপজেলা নির্বাহী অফিসার (অ.দা.) মোঃ মাইনউদ্দিন।

অনুষ্ঠিত সরণ সভায় সঞ্চালনা করেন উপজেলা কমিশানর ভূমি মোঃ আব্দুল মালেক, সভায় শহীদদের পরিবারে সদস্য ও আহতদের আবেগঘন বক্তব্যে সভাস্থল ভাড়াক্রান্ত হয়ে উঠে। তাদের কান্নায় সভাস্থলের সকলের দৃষ্টি অশ্রুস্নাত হয়ে উঠে। শহীদ পরিবারের সদস্যদের মধ্যে বক্তব্য কনেশ্বর ইউনিয়নের শহীদ রাজিব হোসেন, ডামুড্যা পৌরসভার ০৫নং ওয়ার্ডের শহীদ নূর হোসেন। এছাড়াও বক্তব্য রাখেন ডামুড্যা থানার অফিসার ইনচার্জ হাফেজুর রহমান মানিক, বিশেষ অতিথি ডামুড্যা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়েদুর রহমান, শরীয়তপুর জেলা বিএনপির শিল্প বিষয়ক সহ সম্পাদক রেজাউল করিম শ্যামল বেপারী। উপজেলার প্রেসক্লাবের সভাপতি রিয়াজুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির সাইফুল ইসলাম প্রমুখ।