September 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 20th, 2025, 6:53 pm

জুলাই আন্দোলনের বিরোধীদের আর কখনো ফেরার সুযোগ নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, যারা জুলাই আন্দোলন ও গ্রাফিতির বিরুদ্ধে অবস্থান নিয়েছে, তারা আর কখনো ফিরে আসবে না। জুলাই আন্দোলনে যারা আত্মোৎসর্গ করেছেন, তাদের সেই আত্মত্যাগ কোনোদিন বৃথা যাবে না।

শনিবার (২০ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’ শিরোনামের গ্রাফিতি উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “এই গ্রাফিতি অটুট থাকবে—এ নিয়ে কোনো সন্দেহ নেই। সামনে নির্বাচিত সরকার এলেও তা মুছে ফেলার কোনো কারণ নেই।”

তিনি মুক্তিযুদ্ধের শহীদ এবং জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ বিসর্জন দেওয়া সব শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানান। একই সঙ্গে তিনি শহীদদের রুহের মাগফেরাত কামনা, তাদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, জুলাই গণঅভ্যুত্থান ও তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে পদ্মা সেতুর দুই প্রান্তে ইতিহাসভিত্তিক এই গ্রাফিতি অঙ্কন করা হয়েছে। এটি কেবল উদ্বোধনী অনুষ্ঠান নয়; বরং ইতিহাসকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার একটি অনন্য উদ্যোগ। ‘জুলাই বীরত্ব’ ও ‘জুলাই আত্মত্যাগ’ নামের এই গ্রাফিতি স্বাধীনতা ও আত্মত্যাগের কথা মনে করিয়ে দেবে।

তিনি বলেন, “এ প্রজন্ম ও আগামী প্রজন্মকে জানাতে হবে— জুলাইয়ের গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন ছিল না; এটি ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। এই আন্দোলন জাতিকে নতুন দিশা দিয়েছিল। আমি বিশ্বাস করি, এ ধরনের উদ্যোগ মানুষকে সত্য, ন্যায়, স্বাধীনতা ও গণতন্ত্রের চেতনায় উজ্জীবিত করবে।”

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহামিদুল ইসলাম, ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মল্লিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাত, মুন্সীগঞ্জের পুলিশ সুপার শামসুল আলম সরকার, শরীয়তপুরের জেলা প্রশাসক তাহসিনা বেগমসহ অন্যান্যরা।

মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে অঙ্কিত এই গ্রাফিতিতে ফুটিয়ে তোলা হয়েছে জুলাই আন্দোলনে শহীদদের আত্মত্যাগ। এতে স্থান পেয়েছেন বীর রিকশাচালক মোহাম্মদ সুজন, আন্দোলনে অংশ নেওয়া নারী শিক্ষার্থীদের বীরত্ব, রংপুরে শহীদ আবু সাঈদ ও নিহত গোলাম নাফিজ।

 

এনএনবাংলা/