August 8, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, August 8th, 2025, 6:01 pm

জুলাই গণঅভ্যুত্থানে আলেম-উলামাদের ভুমিকা ও বর্তমান করনীয় শীর্ষক আলোচনা

ইনসাফভিত্তিক মানবিক সমাজ বিনির্মাণে সকল মতের আলেম-উলামাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে: মুহাদ্দিস আব্দুল খালেক

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সেক্রেটারি ও খুলনা অঞ্চলের পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক বলেছেন, জুলাই-আগস্ট বিপ্লবে আলেম সমাজের অংশগ্রহণ এবং বিপ্লবী ভূমিকা বিশ্বের দরবারে সময়ের জীবন্ত ইতিহাস হয়ে থাকবে।

বিশেষ করে ১ আগস্ট থেকে ৫ আগস্ট উলামায়ে কেরামের নির্ঘুম রাত, কারফিউ-জরুরী অবস্থা, শার্টডাউন, মূষলধারে বৃষ্টি সব কিছুই উপেক্ষা করে ভোররাত থেকেই আল্ল¬াহর সাহায্য চেয়ে ছাত্র-জনতার মিছিলে একাকার হয়ে ময়দানে সক্রিয়ভাবে অংশগ্রহণ।

ঐক্যবদ্ধ গণ অভ্যুত্থানের বিনিময়ে মহান আল্ল¬াহ তাআলা আমাদের জন্য যে স্বাধীনতা দিয়েছেন তা যেন টেকসই হয় সে তাওফিক কামনা করছি। সকল স্বৈরাচারী গোষ্ঠীর দৃশ্যমান বিচার, কাংখিত সংস্কার ও অপরাধ মুক্ত ইনসাফভিত্তিক মানবিক সমাজ বিনির্মাণে সকল মতের আলেম-উলামাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর খুলনা মহানগরীর উলামা বিভাগের উদ্যোগে নগরীর আল ফারুক সোসাইটি মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থানে আলেম-উলামা পীর-মাশায়েখ এবং মাদরাসা ছাত্রদের ভুমিকা ও বর্তমান করনীয় শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ সব কথা বলেন।

খুলনা মহানগরীর উলামা বিভাগের সভাপতি মাওলানা আ ন ম আব্দুল কুদ্দুস এর সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা মুহাদ্দিস আবু বকর সিদ্দিক এর পরিচালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য খুলনা মহানগরী আমীর অধ্যাপক মাহফুজুর রহমান। সভায় আলোচনা করেন ও উপস্থিত ছিলেন খুলনা জেলা ইমাম পরিষদের সাধারণ সম্পাদক ও দারুল উলুম কওমী মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা মো.  গোলাম ক্বিবরিয়া, ইমাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক ও দারুল উলুম কওমী মাদরাসার হেড মুহাদ্দিস মাওলানা নাসির উদ্দীন কাসেমী, খুলনা আলিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা ড. আব্দুর রহিম, ইমাম পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক তালিমুল মিল্লাত রহমানিয়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা এ এফ এম নাজমুস সউদ, খুলনা নেছারিয়া কামিল মাদরাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মো. ডি এম নুরুল ইসলাম, অধ্যক্ষ মাওলানা মো. জাফর সাদিক আনসারী , বিশিষ্ট মুফাস্সির ও ওয়ায়েজিন মাওলানা মো. আব্দুল গফ্ফার, খুলনা সদর থানা সভাপতি ডা. হাফেজ মাওলানা মো. সাইফুল্লাহ মানসুর, সোনাডাঙ্গা থানা সভাপতি মাওলানা মো. সফির উদ্দিন, খালিশপুর থানা সভাপতি মাওলানা মো. শাহজাহান আলম, দৌলতপুর থানা সভাপতি মাওলানা হাবিবুর রহমান, লবণচরা থানা সভাপতি মাওলানা গাজী আল আমিন, আড়ংঘাটা থানা সভাপতি মাওলানা মো. মেহদি হাসান, সদর থানা সেক্রেটারি মাওলানা মো. জাহিদুল হক, মাওলানা আব্দুর রহিম, মাওলানা নূর সাঈদ জালালী, মাওলানা রফিকুল ইসলাম, ছাত্র প্রতিনিধি মাওলানা মো. নাঈমুল ইসলাম, জুলাই আহত যোদ্ধা মো. রেদওয়ানুল হক, খুলনা আলিয়া মাদরাসার ছাত্রশিবির সভাপতি মো. শিবলুর রহমান প্রমুখ।

 

মাসুম বিল্লাহ ইমরান

খুলনা ব্যুরো