August 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, August 17th, 2025, 6:52 pm

জুলাই গণঅভ্যুত্থানে রংপুরে করাবন্দীদের সভা

রংপুর ব্যুরো:

ঐতিহাসিক ২৪ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানকে স্মরণ করে রংপুরে রাজবন্দীদের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।জেল খেটে বের হয়েছেন তারা।অন্যায় ভাবে করাবন্দি ছিলেন বলে দাবি তাদের।

রোববার সকালে নগরীর শিল্পকলা একাডেমির হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক সিটি কপোরেশনের কাউন্সিলর মকবুল হোসেন, সঞ্চালনা করেন অধ্যাপক দেলোয়ার হোসেন ও এনায়েত আলী রকি।

আলোচনা সভায় বক্তারা বলেন,২৪ জুলাইয়ের গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতান্ত্রিক আন্দোলনের এক অনন্য মাইলফলক।এদিন ছাত্র-জনতা স্বৈরাচার ও দমন-পীড়নের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তাদের আত্মত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়েই দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের পথ সুগম হয়েছিল।

সভায় আরও বক্তব্য রাখেন -মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম মিজু জাতীয় যুব সমিতির মহানগরের আহ্বায়ক ইউসুফ আহমেদ,সমন্বয়ক নাহিদ হাসান খন্দকার মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমরান হোসেন,জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফ নেওয়াজ জোহা,যুগ্ম আহ্বায়ক আকাশ ইসমাইল হোসেন,জসিম, রাকিবুল হাসান প্রমুখ।

বক্তারা বলেন, আজও গণঅভ্যুত্থানের চেতনা জিইয়ে রাখা জরুরি। জনগণের অধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচারের লড়াইয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।সভায় অংশগ্রহণকারী নেতৃবৃন্দ শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাঁদের রক্তের ঋণ শোধে গণতান্ত্রিক আন্দোলনকে আরও জোরদার করার অঙ্গীকার ব্যক্ত করেন।

 

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ