August 7, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 6th, 2025, 3:57 pm

জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জাকারিয়ার কবর জিয়ারত করলেন কালীগঞ্জ উপজেলা প্রশাসন

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জাকারিয়া হাসানের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন। জাকারিয়া হাসান জুলাই গণঅভ্যুত্থানের সময় ১৮ জুলাই পুলিশের গুলিতে ঢাকায় শহীদ হয়।

মঙ্গলবার (৫আগস্ট) সকালে উপজেলার পৌর এলাকার দেওপাড়া গ্রামে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ জাকারিয়া হাসানের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার তনিমা আফ্রাদ। কবর জিয়ারতের পর ইউএনও শহীদ জাকারিয়ার স্বজনের সঙ্গে কথা বলেন এবং পরিবারের খোঁজখবর নেন। শ্রদ্ধা বিবেদন, কবর জিয়ারত এবং স্বজনদের সঙ্গে কথা বলার উদ্দেশ্যে উপজেলা প্রশাসন দেওপাড়া এলাকায় কবরস্থানে যান। এ সময় ইউএনও তনিমা আফ্রাদ বলেন, শহীদদের ঋণ কখনো শোধ করা যাবে না। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সব সময় শহীদ পরিবারের পাশে থাকবে।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) নুরী তাসমিন উর্মি, কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আলাউদ্দিন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মো. মাহমুদুল হাসান, মাধ্যমিক শিক্ষা অফিসার নুর-ই-জান্নাত, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আফরোজা বেগম, উপজেলা মৎস কর্মকর্তা সুলতানা রাজিয়া, তথ্য আপা সুহা তামান্না, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী ও ফায়ার সার্ভিসের কর্মকর্তাসহ প্রশাসনের বিভিন্ন দপ্তর প্রধানগণ।

এসময় আরোও উপন্থিত ছিলেন পৌর বিএনপি’র সদস্য সচিব ইব্রাহীম প্রধান, পৌর জামায়াতের আমীর মাওলানা আমিমুল এহসান, বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্য, জুলাই যুদ্ধে অংশগ্রহনকারী শিক্ষার্থীবৃন্দ ও গণমাধ্যকর্মীসহ প্রমুখ।

শহীদ জাকারিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদনের পরে জুলাই যুদ্ধে আহত ও শহীদদের স্মরণে দোয়া ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিসের কালীগঞ্জ উপজেলা সভাপতি মাওলানা রুহুল আমীন গাজীপুরী।

কাজী মোহাম্মদ ওমর ফারুক

কালীগঞ্জ,গাজীপুর