August 14, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, August 6th, 2025, 4:59 pm

জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে কালীগঞ্জ উপজেলা বিএনপি’ র‍্যালি

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ

জুলাই গণ-অভ্যুত্থানের মাধ্যমে ৫ আগস্ট আওয়ামীফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে গাজীপুরের কালীগঞ্জে এক বিশাল বিজয় র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। বিজয় র‌্যালীর আয়োজন করেন উপজেলা ও পৌর বিএনপি এবং এর অঙ্গসংগঠন।

মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে উপজেলা চত্বরে উপজেলা বিএনপি’র সভাপতি হুমায়ুন কবীর মাস্টারের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র আহবায়ক সদস্য আলমগীর হোসেনের সঞ্চালনায় আলোচনা সভা ও বিজয় র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সাংসদ ও গাজীপুর জেলা বিএনপি’র আহবায়ক এ.কে.এম ফজলুল হক মিলন।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক সদস্য মোহাম্মদ ছোলায়মান আলম, মো. আশরাফী হাবিবুল্লাহ, ফরিদ আহম্মেদ মৃধা, পৌর বিএনপি’র আহবায়ক মোহাম্মদ হোসেন আরমান মাস্টার, সদস্য সচিব ইব্রাহীম প্রধান, পৌর বিএনপি’র আহবায়ক সদস্য ও উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি বাবু প্রদীপ মিত্র (ভজন), গাজীপুর জেলা যুব দলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দসহ প্রমুখ।

বৈরী আবহাওয়া উপেক্ষা করে হাজার হাজার দলীয় নেতা কর্মী ও সাধারণ জনতা উপজেলা চত্বরে এসে জড়ো হয়। প্রধান অতিথির বক্তব্যের পরে বৃষ্টিতে ভিজে দলীয় নেতা কর্মীরা বাদ্যযন্ত্র সহকারে নেচে-গেয়ে উল্লাস ও উদ্দিপনার মাধ্যমে শহরের বিশেষ বিশেষ সড়ক পদক্ষিণ করেন।

কাজী মোহাম্মদ ওমর ফারুক

 

কালীগঞ্জ,গাজীপুর