July 31, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, July 29th, 2025, 6:09 pm

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে রংপুরে হাজারের বেশী অসহায় মানুষের স্বাস্থ্যসেবা প্রদান করেছে সেনাবাহিনী

রংপুর ব্যুরো:

জুলাই পুনর্জাগরণ উপলক্ষে রংপুরে প্রান্তিক পর্যায়ের অসহায় ও দুস্থ হাজারের বেশী শিশু ও নারী-পুরুষ কে বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।গতকাল সোমবার  রংপুর ইনডোর স্টেডিয়ামে একদিনের বিশেষ চিকিৎসা সেবা দেয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া কমান্ডের উদ্যোগে ৩০ ইষ্ট বেঙ্গল রেজিমেন্ট এই স্বাস্থ্যসেবা ক্যাম্পের আয়োজন করে। এতে ৩ জন মেডিসিন বিশেষজ্ঞ, একজন শিশু রোগ বিশেষজ্ঞ (পেডিয়াট্রিশিয়ান), একজন স্ত্রীরোগ ও প্রসূতি বিশেষজ্ঞ (গাইনোকোলজিস্ট ও অবসটেট্রিশিয়ান) চিকিৎসা সেবা প্রদান করেন। স্বাস্থ্যসেবা ক্যাম্পে রক্তের গ্রুপ ও ডায়াবেটিস নির্ণয় এবং কৃমিনাশক ওষুধসহ চিকিৎসাসেবায় রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে। ৬৬ পদাতিক ডিভিশন ও রংপুর এরিয়া কমান্ডারের দিক নির্দেশনায় স্বাস্থ্যসেবা ক্যাম্পের সার্বিক তত্বাবধানে ছিলেন সহকারী পরিচালক মেডিকেল সার্ভিস (এডিএমএস) কর্নেল রেজা।

রংপুর সেনাবাহিনীর এই মানবিক উদ্যোগের মাধ্যমে গরীব ও দুস্থ জনগোষ্ঠী, নারী ও প্রসূতি রোগী এবং শিশুদের জন্য প্রাথমিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হয়। এতে চিকিৎসা সেবা নিয়ে শত শত মানুষকে হাসি মুখে ওষুধপত্র হাতে ফিরতে দেখা যায়। সাধারণ জনগণের মাঝে সেনাবাহিনীর এ ধরনের উদ্যোগ প্রশংসা কুঁড়িয়েছে। সেবা প্রাপ্তরা মনে করছেন, এ ধরনের চিকিৎসা সেবা কার্যক্রম নিয়মিত হলে প্রান্তিক জনগোষ্ঠীর চিকিৎসা সেবা সহজ হবে।

নগরীর জুম্মাপাড়ার চিকিৎসা নিতে আসা গৃহিণী রিকু বেগম বলেন, তার ছয়মাস বয়সী মেয়ে শারীরিকভাবে অসুস্থ। সুজি ছাড়া বুকের দুধ খায় না। এছাড়া ছয় বছর বয়সী ছেলের জ্বর।সেনাবাহিনীর দেয়া ফ্রী চিকিৎসার কথা শুনে এখানে এসেছেন। নগরীর হনুমানতলা এলাকার ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, তার ডায়াবেটিস ও বুকে ব্যথা। এখানে এসে প্রথমে ডায়াবেটিস পরীক্ষা করিয়েছেন। পরে বুকের ব্যথার জন্য ডাক্তার দেখান। সেনাবাহিনীর চিকিৎসক দলের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ পাওয়ায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন ।

স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজক সূত্র জানায়, এক হাজারের বেশী রোগীকে চিকিৎসা সেবা দেয়ার প্রাথমিক প্রস্তুতি নিয়ে ক্যাম্প শুরু হয়। জুলাই পুনর্জাগরণ উপলক্ষে বিনামূল্যে স্বাস্থ্যসেবা প্রদান কার্যক্রমে স্বাস্থ্যসেবা ক্যাম্প থেকে কাউকে গুরুত্বর অসুস্থ অবস্থায় হাসপাতালে নেয়ার প্রয়োজন হলে অ্যাম্বুলেন্সসহ অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হয়।

 

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ