নিজস্ব প্রতিবেদকঃ
রাজধানীর বাংলামোটরের একটি রেস্টুরেন্টে ২২ মার্চ, শনিবার জুলাই অভ্যুত্থানে শহীদ সাংবাদিক পরিবারের সম্মানে ইফতার মাহফিল ও সাধারণ সভার আয়োজন করেছে মুক্ত গণমাধ্যম মঞ্চ।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম আবদুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শহীদুল ইসলাম, কোষাধ্যক্ষ খন্দকার আলমগীর হোসাইন।
মুক্ত গণমাধ্যম মঞ্চের সভাপতি মাহফুজ উদ্দিন খানের সভাপতিত্বে ও মুখপাত্র মোহাম্মদ আবদুল্লাহ মজুমদারের সঞ্চালনায় অনুষ্ঠানে জুলাই বিপ্লবের স্পিরিটকে সমুন্নত রাখার ব্যাপারে আলোচনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
আরো উপস্থিত ছিলেন, মুক্ত গণমাধ্যম মঞ্চের অন্যতম সংগঠক সাংবাদিক সৈয়দ শিমুল পারভেজ, সাংগঠনিক সম্পাদক আক্তারুজ্জামান, এস এম নাসিম, সাধারণ সম্পাদক আবদুর রহিম প্রমুখ।
বক্তব্যে সংগঠক সাংবাদিক সৈয়দ শিমুল পারভেজ বলেন গত ১৬ বছরে এমন কোন অপরাধ বাঁধছিল না যা শেখ হাসিনা করে নাই। গুম খুন গণহত্যা, পাচার, লুটপাট সহ নানা অপকর্মের মাধ্যমে দেশকে রসাতলে নিয়ে গেছেন পতিত স্বৈরাচার হাসিনা সরকার।
অথচ তাদের মধ্যে কোন অনুশোচনা নেই, নেই অপরাধবোধ! তারা এখনো পর্যন্ত জাতির কাছে ক্ষমা চায় নাই! অথচ একদল সুশীল আওয়ামী লীগকে নির্বাচনে আনার জন্য মাঠে নামছে।
সৈয়দ শিমুল পারভেজ বলেন গণহত্যার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগ কোনভাবে রাজনীতিতে ফিরতে পারবেনা।
উক্ত ইফতার আয়োজনে জুলাই বিপ্লবে শহীদ সাংবাদিক পরিবারের সদস্য ও মুক্ত গণমাধ্যম মঞ্চের সদস্যরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন
ওটিটিতে তারকাবহুল জমজমাট ঈদ
তারেক রহমানের নির্দেশে মামলা, আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
তরমুজের বীজ খেলে যে উপকার পাবেন