September 3, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, September 2nd, 2025, 6:55 pm

জুলাই সনদের আইনি ভিত্তি দিয়েই জাতীয় নির্বাচন দিতে হবে

রংপুর ব্যুরো:

জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচন আয়োজন সঠিক হবে না বলে মন্তব্য করেছেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামী”র সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। তিনি বলেন, “নির্বাচনের আগেই এই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। অন্যথায় নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য হবে না।”

গতকাল মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সকালে রংপুর জেলা ও মহানগর জামায়াতের কার্যালয়ে রংপুর –দিনাজপুর ‘অঞ্চলে বৈঠকে’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।

আবদুল হালিম বলেন, এখনো নির্বাচনের জন্য সমতল ক্ষেত্র বা লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি। বরং রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করার পরিবর্তে সম্প্রতি দলীয় নেতা নূরের ওপর হামলা হয়েছে। আমরা এই হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।পিআর পদ্ধতি নিয়ে তিনি বলেন, নির্বাচনের জন্য জনমনে পিআর পদ্ধতির দাবি স্পষ্ট হয়েছে। আমরা মনে করি, এ পদ্ধতির মাধ্যমে অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব। কারণ সনাতন পদ্ধতিতে নির্বাচন হলে মনোনয়ন বাণিজ্য ও নির্বাচনী সংঘর্ষ হয়। এছাড়া ভোটাররা ভোটকেন্দ্রে আসতেও অনীহা প্রকাশ করেন।

জামায়াত নেতা অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের অর্জনকে ব্যর্থ করতে নানা চক্রান্ত ও ষড়যন্ত্র শুরু হয়েছে। পতিত স্বৈরাচার নানাভাবে উঁকিঝুঁকি দিয়ে আবার ফিরে আসতে চায়। বিশেষ করে তারা জাতীয় পার্টির কাঁধে ভর করে বাংলাদেশে পুরনো ফ্যাসিবাদের আবির্ভাব ঘটানোর লক্ষণ দেখা যাচ্ছে। আওয়ামী লীগের ১৫ বছরের ফ্যাসিবাদ দীর্ঘায়িত করার পেছনে জাতীয় পার্টির ভূমিকা ছিল বলেও তিনি মন্তব্য করেন।

অঞ্চল বৈঠকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও রংপুর–দিনাজপুর সহকারী অঞ্চল পরিচালক অধ্যক্ষ মাওলানা মমতাজ উদ্দিন, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও অঞ্চল টিম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল, টিম সদস্য আব্দুর রশিদ, আজিজুর রহমান স্বপন ও আব্দুল হাকিম। এছাড়া রংপুর অঞ্চলের আট জেলার জেলা আমির ও সেক্রেটারিগণ বৈঠকে উপস্থিত ছিলেন।

 

আব্দুর রহমান মিন্টু

রংপুর ব্যুরো চীফ