August 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, July 31st, 2025, 9:15 pm

জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে সরকার ও ক‌মিশনের বিরুদ্ধে মামলা করবে জামায়াত

জুলাই সন‌দের আইনি ভি‌ত্তি না দি‌লে অন্তর্বর্তী সরকার ও জাতীয় ঐকমত্য ক‌মিশ‌নের বিরু‌দ্ধে মামলা কর‌বে জামায়াতে ইসলামী।

বৃহস্পতিবার (৩১ জুলাই) জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে চলমান সংলাপের ২৩তম দিনের মধ্যাহ্নভোজ বিরতির সময় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা জানান তিনি।

জামায়াতের নায়েবে আমির বলেন, ‘আমরা পরিষ্কার বলেছি- আমরা পিআর চাই এবং অধিকাংশ দলও পিআরের পক্ষে। কমিশন বিরতির পর সিদ্ধান্ত দেবে বলেছে। আমরা আশা করি, তা ইতিবাচক হবে।’

 

সংলাপে সময় ব্যয় ও কঠোর পরিশ্রমের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমরা এত কষ্ট করলাম, আপনারা কাভার করলেন, কিন্তু বাস্তবায়ন না হলে এসবের কোনো মূল্য থাকবে না। বাস্তবায়ন না হলে শপথ করারও কোনো মূল্য থাকে না। তাই বাস্তবায়নটাই মুখ্য।’

তিনি জোর দিয়ে বলেন, ‘বিএনপি বলছে, এর কোনো আইনি ভিত্তি নেই। কিন্তু আমরা মনে করি, কেবল প্রতিশ্রুতির ওপর নির্ভর করলে হবে না। আইনি ভিত্তি না থাকলে এ চার্টার মূল্যহীন হয়ে পড়বে। সেজন্য আমরা কমিশন এবং সরকারের বিরুদ্ধে কমপেনসেট মামলা করবো।’

 

তিনি বলেন, ‘আইনি ভিত্তি ছাড়া এ চার্টার জিরো হবে। আমরা পরিষ্কার বলেছি, আইনগত ভিত্তি ছাড়া সই করবো না। এ সরকারের মেয়াদেই এটি কার্যকর করতে হবে। কাল থেকেই এটা সম্ভব।’

তাহের বলেন, ‘গত ২৩ দিনে আমরা যে সংখ্যক ‘নোট অব ডিসেন্ট’ দেখেছি, তা আগের ২২ দিনে দেখিনি। তবুও এটা গণতান্ত্রিক প্রক্রিয়ার অংশ। একজন ‘না’ বলতেই পারেন। তবে সংখ্যাগরিষ্ঠ পক্ষে থাকলে সেটা গ্রহণযোগ্যতা পায়।’

 

আইনি ভিত্তি দেওয়া এখনই সম্ভব। অলটারনেটিভ আছে, উদাহরণ আছে। যারা বলছেন এটা এখন দেওয়া যাবে না, তারা জাতিকে বিভ্রান্ত করছেন। আমরা স্পষ্ট করছি — আমরা আইনগত ভিত্তি চাই। আইনি ভিত্তি না থাকলে এ চার্টারে সই করার অর্থ নেই। এমন সনদে সই করার আর না করার মধ্যে কোনো পার্থক্য থাকে না।’

 

তিনি আরও বলেন, ‘এটা শুধু আমাদের মত নয়- উচ্চকক্ষ হলো একটা ‘ব্যালেন্স অব অথরিটি’। মূল আইন প্রণয়ন হবে নিম্নকক্ষে, আর উচ্চকক্ষ হবে গাইডিং ও কন্ট্রোলিং বডি।

তিনি বলেন, ‘আইনি ভিত্তি না দিয়ে যদি সরকার সনদ বাস্তবায়নের পথে না এগোয়, তাহলে আমরা এই সংস্কার প্রক্রিয়াকে অসমাপ্ত মনে করব। সই করলেই যদি বাস্তবায়ন না হয়, তাহলে এটা এক ধরনের প্রহসন। আমরা জাতির সঙ্গে আর কোনো তামাশা হতে দেব না।’