November 2, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, November 1st, 2025, 3:42 pm

জুলাই সনদের দরকার নেই, গণতন্ত্র বাস্তবায়নে একটি সংসদ প্রয়োজন: মেজর (অব.) হাফিজ

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বলেছেন, আমাদের জুলাই সনদের প্রয়োজন নেই, প্রয়োজন একটি সংসদ—যারা গণতন্ত্রকে বাস্তবে প্রতিষ্ঠিত করবে।

শনিবার (১ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে মুক্তিযোদ্ধা দলের আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

মেজর হাফিজ অভিযোগ করে বলেন, বর্তমান অন্তর্বর্তী সরকার মুক্তিযোদ্ধাদের অবদানকে ভোলাতে চায়। তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করে তা হ্রাস করার চেষ্টা করছে। একাত্তরের মুক্তিযুদ্ধের মধ্য দিয়েই এ দেশের জন্ম—এর সঙ্গে অন্য কোনো আন্দোলনের তুলনা চলে না।

তিনি হুঁশিয়ারি দিয়ে আরও বলেন, আজ ক্ষমতায় যাওয়ার লোভে একটি ধর্মভিত্তিক রাজনৈতিক দল নির্বাচনকে ঘিরে নানা ষড়যন্ত্রে লিপ্ত। মুক্তিযুদ্ধের চেতনার বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র হলে তা প্রতিহত করা হবে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের স্বার্থে বিএনপি অনেক কিছুতেই ছাড় দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। সব রাজনৈতিক দল যে বিষয়ে একমত হবে, সেটিই হবে সনদের ভিত্তি। আমরা ভণ্ডামি বা ‘ডিসেন্ট’ চাই না। এখন প্রয়োজন সুষ্ঠু নির্বাচন। বিএনপি ক্ষমতায় গেলে যৌক্তিক বিষয়গুলো বাস্তবায়ন করবে, বলেন মেজর হাফিজ।

তিনি আরও যোগ করেন, ঐকমত্য কমিশন জোর করে কিছু বিষয় সনদে ঢুকিয়েছে। তবে নির্বাচন অনুষ্ঠানের স্বার্থে বিএনপি অনিচ্ছা সত্ত্বেও সেগুলো মেনে নিয়েছে।

ধর্মভিত্তিক রাজনৈতিক দলের ভূমিকা প্রসঙ্গে তিনি অভিযোগ করেন, “তারা নির্বাচনকে পিছিয়ে দেওয়া বা বানচালের চেষ্টা করছে। সেই সঙ্গে স্বাধীনতা বিরোধীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

ভারতের কলকাতায় আওয়ামী লীগের অফিস খোলার সমালোচনা করে মেজর হাফিজ বলেন, আপনারা প্রতিটি প্রদেশে অফিস নেন, রেজিস্ট্রেশন নেন—ভারতের সঙ্গে মিশে যান। বাংলাদেশে আপনাদের আর প্রয়োজন নেই।

সভায় বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা আব্দুস সালাম বলেন, একাত্তরকে নিয়ে আজ ছিনিমিনি খেলা হচ্ছে। কেউ কেউ ক্ষমতায় গিয়ে জাতীয় সঙ্গীত পরিবর্তনের স্বপ্ন দেখছে। এই ভয়েই বর্তমান সরকার ভোট দিতে চায় না।

তিনি আরও বলেন, জামায়াত বিএনপির কাঁধে ভর করলেও কোনো আন্দোলনে অংশ নেয়নি, বরং আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছে। ২৮ অক্টোবর বিএনপির ওপর গুলি চালানো হয়েছে, অথচ জামায়াত নির্বিঘ্নে সমাবেশ করছে। তারা জনগণের ম্যান্ডেট নিতে ভয় পায়।

আবদুস সালাম অভিযোগ করেন, দেশের স্বার্থে বিএনপি অনেক ছাড় দিয়েছে, অথচ এখন তাদের বিরুদ্ধেই ষড়যন্ত্র চলছে। যারা বিবেকবান, তারা বুঝে খালেদা জিয়ার কাছে যেতে পারে।

এনএনবাংলা/