November 13, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, November 11th, 2025, 2:33 pm

জুলাই সনদের বাইরের সিদ্ধান্ত মানতে দলগুলো বাধ্য না: বিএনপি

 

জুলাই জাতীয় সনদে উল্লিখিত বিষয়বস্তুর বাইরে সরকার কোনো সিদ্ধান্ত ঘোষণা করলে, সনদে স্বাক্ষরকারী কোনো রাজনৈতিক দল তা মানতে বাধ্য থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, এমন কিছু ঘটলে তার সম্পূর্ণ দায়ভার সরকারের ওপরই বর্তাবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দলের এই অবস্থান তুলে ধরেন।

ড. মোশাররফ বলেন, আমরা স্পষ্টভাবে জানাতে চাই—জুলাই জাতীয় সনদে উল্লেখিত বিষয়গুলোর বাইরে সরকার যদি কোনো সিদ্ধান্ত ঘোষণা করে, তাহলে সেই সিদ্ধান্ত সনদে স্বাক্ষরকারী কোনো দলের জন্য মান্য করার বাধ্যবাধকতা থাকবে না।

তিনি আরও বলেন, এ ধরনের পদক্ষেপ গ্রহণ করা হলে তার দায় সম্পূর্ণ সরকারের ওপরই বর্তাবে। আমরা সরকারকে এই বিষয়ে সতর্ক ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানাচ্ছি।

বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানাতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এর আগে সোমবার (১০ নভেম্বর) রাতে যুক্তরাজ্য থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়।

তিনি জানান, বৈঠকে আলোচনার পর এক প্রস্তাব গৃহীত হয়, যা আজ সংবাদ সম্মেলনের মাধ্যমে উপস্থাপন করা হচ্ছে।

বিএনপি নেতা বলেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দীর্ঘ প্রায় এক বছরের আলোচনার ভিত্তিতে কিছু ‘নোট অব ডিসেন্ট’সহ ঐকমত্যের মাধ্যমে প্রণীত জুলাই সনদ ১৭ অক্টোবর স্বাক্ষরিত হয়। দেশের সংবিধান ও আইন অনুযায়ী তা বাস্তবায়নের জন্য সবাই অঙ্গীকারবদ্ধ। কিন্তু সাম্প্রতিক সময়ে অন্তর্বর্তী সরকারের কিছু উপদেষ্টার বক্তব্য বিভ্রান্তিকর—যা ঐকমত্যের ভিত্তিতে গৃহীত সিদ্ধান্ত উপেক্ষা করার সামিল।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ এবং মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ।

এনএনবাংলা/