নাটোর প্রতিনিধি:
সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতিতে নির্বাচন এবং ‘জুলাই জাতীয় সনদ’ আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনসহ ৫দফা দাবী বাস্তবায়ন এবং তার ভিত্তিতে নির্বাচন আয়োজন করা না করা নিয়ে এই ইস্যুতে নতুন করে বিবাদ দেখা দিয়েছে রাজনীতিতে। ‘জুলাই জাতীয় সনদ’ আগামী জাতীয় নির্বাচনসহ ৫দফা দাবীতে নাটোরে ইসলামী দলগুলোর পৃথক কর্মসূচী পালন করেছে।
অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস এবং মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস সংসদের উচ্চ ও নিম্ন উভয় কক্ষেই পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি নতুন করে সামনে এনেছে। এর সঙ্গে আরও তিনটি দাবি মিলিয়ে মোট পাঁচ দফা দাবিতে এই চারটি দল ইতোমধ্যে দেশব্যাপী কর্মসূচিও ঘোষণা করেছে।
এ উপলক্ষে নাটোরে বাংলাদেশ জামায়াতে ইসলামী, চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস এবং মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস পৃথক কর্মসূচী পালন করে। শুক্রবার (২৬সেপ্টেম্বর) সকালে শহরের মাদ্রাসা মোড় চত্তর থেকে বাংলাদেশ জামায়াতে ইসলাম নাটোর জেলা শাখার উদ্যোগে একটি বিক্ষোভ ও মিছিল শুরু করা হয় হয়।
মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মাদ্রাসা মোড়ে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের জেলা আমীর অধ্যাপক ড.মীর নুরুল ইসলাম -এর সভাপত্বিতে বক্তব্য দেন, নাটোর সদর আসনের এমপি প্রার্থী ও জেলার নায়েবে আমীর অধ্যাপক ইউনুস আলী, জেলা সেক্রেটারি.অধ্যাপক সাদেকুর রহমান, শহর আমীর.মাও.রাশেদুল ইসলাম রাশেদ, সদর আমীর মাও.মীর নুরুন্নবীসহ অন্যরা। একর্মসূচীটি সঞ্চালনা করেন, জেলা জেলা এ্যাসি:সেক্রেটারি মো: আআতিকুল ইসলাম রাশেল। এ কর্মসূচী থেকে বক্তারা, জুলাই জাতীয় সনদের ভিত্তিতে এবং পি.আর পদ্ধতিতে আগামী ফেব্রুয়ারীতে জাতীয় নির্বাচনসহ কেন্দ্র ঘোষিত ৫- দফা দাবি উল্লেখ করেন।
এছারা শুক্রবার সন্ধার আগে ইসলামী আন্দোলন বাংলাদেশ, খেলাফত মজলিস এবং বাংলাদেশ খেলাফত মজলিস শহরের কানাইখালি পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় পৃথক বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে দল দুটি। কানাইখালি থেকে আলাদা ভাবে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে নাটোর কেন্দ্রীয় মসজিদের সামনে সমাবেশ মিলিত হয়। এতে ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিশের জেলা এবং উপজেলা নেতৃবৃন্দরা বক্তব্য দেন। তবে, প্রায় অভিন্ন দাবিতে ও একইরকম কর্মসূচি দেওয়া হলেও জেলা জামায়াতের আমীর অধ্যাপক ড.মীর নুরুল ইসলাম বলেছেন, তারা এখনই যুগপৎ আন্দোলনে যাচ্ছেন না। এদিকে জামায়াত, ইসলামী আন্দোলন ও খেলাফত মজলিসের কর্মসূচী পালন করলেও নাটোরে এনসিপি, এবি পার্টি ও গণঅধিকার এর কোন নেতৃবৃন্দকে মাঠের রাজনীতে লক্ষ করা যায়নি।
এর আগে বিএনপি জাতীয় নির্বাচনের সময় ঘোষণার দাবিতে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। এখন জুলাই সনদের বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে বিএনপিসহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর মতবিরোধের মধ্যেই জামায়াত ও ইসলামী আন্দোলনসহ চারটি ইসলামি দল অভিন্ন দাবিতে এই প্রথম একযোগে কর্মসূচি ঘোষণা করল।
সংবিধানসংক্রান্ত প্রস্তাবগুলো আগামী জাতীয় সংসদ গঠনের দুই বছরের মধ্যে বাস্তবায়নের পক্ষে বিএনপি। জামায়াতে ইসলামী সাংবিধানিক আদেশ বা গণভোটের মাধ্যমে আর এনসিপি গণপরিষদ গঠনের মাধ্যমে সংস্কার প্রস্তাব বাস্তবায়ন চায়। এর বাইরে বেশকিছু দল সংবিধানের ১০৬ অনুচ্ছেদ অনুসারে সুপ্রিম কোর্টের রেফারেন্স নিয়ে সনদ বাস্তবায়নের পক্ষে।
সংশ্লিষ্ট ব্যক্তিরা দলগুলোর এই যুগপৎ কর্মসূচিকে নির্বাচনি রাজনীতি মাঠে গড়ানোর ইঙ্গিত হিসেবে দেখছেন । আবার কেউ কেউ এটাকে নির্বাচনকেন্দ্রিক সমঝোতা বা বোঝাপড়ার আভাস হিসেবেও দেখছেন।
আরও পড়ুন
রংপুরে ভেজাল গুড় উৎপাদনের দায়ে ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা
গঙ্গাচড়া যুব ফোরাম ও শিশু ফোরামের উদ্যোগে ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে খাদ্য সামগ্রী উপহার
সমাজ উন্নয়নে স্কাউটদের ভূমিকা শীর্ষক ওয়ার্কশপ অনুষ্ঠিত