কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধিঃ
জুলাই সনদের ভিত্তিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠানসহ ৫ দফা দাবিতে উপজেলা জামায়াত ইসলামী বিক্ষোভ সমাবেশ করেছে। কালীগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামী এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন।
সোমবার (২৭ অক্টোবর) বিকেলে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। পৌর জামায়াতের আমীর মাওলানা আমিমুল এহসানের সঞ্চালনায় ও উপজেলা জামায়াতের আমীর হাজী মো. আফতাব উদ্দিনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আগামী জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর-৫ আসন হতে জামায়াতের প্রার্থী বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও গাজীপুর মহানগর জামায়াতের নায়েবে আমীর মো. খায়রুল হাসান।
এসময় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন গাজীপুর জেলা জামায়াতের আইন বিষয়ক সম্পাদক মো. মোখলেছুর রহমান। সমাবেশে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন ইউনিয়ন জামায়াতের নেতৃবৃন্দসহ প্রমুখ।
উপজেলা চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ শেষে দলটি কর্মসূচীর অংশ হিসেবে একটি বনার্ঢ্য বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহড়ের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ শেষে পুরাতন সোনালী ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়। এসময় মিছিলে কয়েক হাজার নেতা কর্মী অংশগ্রহন করেন।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, জুলাই সনদ বাস্তবায়নে আদেশ জারি এবং নভেম্বরের মধ্যে গণভোটের আয়োজন করা, উভয় কক্ষ্যে পিআর চালু, নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা, ফ্যাসিবাদী গণহত্যার দৃশ্যমান বিচার,আওয়ামী দোসর জাতীয় পার্টি সহ ১৪ দলকে নিষিদ্ধ করার দাবী জানান।

আরও পড়ুন
কুড়িগ্রামে কচাকাটা থানাকে উপজেলা বাস্তবায়ন করার দাবীতে গণস্বাক্ষর অনুষ্ঠিত
সারিয়াকান্দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
সখীপুরে মাদকাসক্ত ছেলের অত্যাচারে অতিষ্ঠ মায়ের অভিযোগে ছেলের ১৫ দিনের কারাদণ্ড