October 26, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, October 25th, 2025, 3:37 pm

জুলাই সনদ যেন প্রতারণার বস্তুতে পরিণত না হয়: আখতার

 

জুলাই সনদ যেন কোনো রাজনৈতিক দলের চাপের কারণে প্রতারণার উপকরণে পরিণত না হয়—এ বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

শনিবার (২৫ অক্টোবর) দুপুরে জাতীয় সংসদ ভবনের এলডি হলে কমিশনের সঙ্গে বৈঠক শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

আখতার হোসেন বলেন, কমিশন আমাদের জানিয়েছে, তারা জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করছেন। আমরা একে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখি। তবে সেই আদেশের খসড়া বা বক্তব্য এখনো আমাদের সামনে উপস্থাপন করা হয়নি, যা আমাদের আশাবাদী হতে দেয়নি।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের আন্তরিক প্রচেষ্টাকে আমরা স্বাগত জানাই। তবে আমাদের দাবি, এই উদ্যোগ যেন জুলাই ঘোষণাপত্রের মতো কোনো রাজনৈতিক চাপের মুখে পড়ে কেবল কাগুজে দলিলে পরিণত না হয়। জাতির কাছে এটি যেন বাস্তবায়নবিরোধী কোনো প্রতারণার প্রতীক না হয়, সে বিষয়ে আমরা কমিশনকে সর্বাধিক সতর্ক থাকার আহ্বান জানিয়েছি।

শাপলা প্রতীকেই নির্বাচনে অংশ নিতে আগ্রহ প্রকাশ করে এনসিপির সদস্য সচিব বলেন, এখনও কোনো দলের সঙ্গে জোট নিয়ে আলোচনা হয়নি। তবে আলোচনার ভিত্তিতে যেকোনো দলের সঙ্গে জোট হতে পারে।

তিনি আরও জানান, কমিশন যে ড্রাফট প্রস্তুত করছে, সেটি আমাদের সঙ্গে ভাগাভাগি করলে আমরা পূর্ণাঙ্গভাবে নিশ্চিত হতে পারব এবং তারপর জুলাই সনদে স্বাক্ষরের বিষয়ে অগ্রসর হব। জাতীয় নাগরিক পার্টি শুরু থেকেই সংস্কারের আলোচনাকে বাংলাদেশের মূলধারায় রাখতে সচেষ্ট থেকেছে এবং এই ঐকমত্য প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিয়েছে।

আখতার হোসেন বলেন, জুলাই সনদ যেন একটি আইনগত ভিত্তি লাভ করতে পারে, সে লক্ষ্যে আমরা দীর্ঘদিন ধরে সংগ্রাম চালিয়ে যাচ্ছি। যতদিন পর্যন্ত আইনি বৈধতা নিশ্চিত না হবে, ততদিন আমরা আমাদের প্রচেষ্টা অব্যাহত রাখব।

বৈঠকের প্রসঙ্গে তিনি জানান, আমরা কমিশনের কাছে আমাদের দাবিগুলো উপস্থাপন করেছি। যে আদেশ জারি করা হবে, তার খসড়া যেন আমাদের সঙ্গে শেয়ার করা হয়—এ দাবি জানিয়েছি। আমরা চাই না এটি জুলাই ঘোষণাপত্রের মতো একতরফা দলীয় ড্রাফটে পরিণত হোক, যাতে করে জুলাই সনদ কোনো প্রতারণার প্রতীক না হয়।

তিনি বলেন, আমরা লক্ষ্য করেছি, জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নেওয়া অনেক রাজনৈতিক দল এখন দুই ভাগে বিভক্ত। এক পক্ষ সনদের স্বাক্ষর মুছে দেওয়ার সুযোগ খুঁজছে, অন্য পক্ষ এর বাস্তবায়ন ঠেকানোর চেষ্টা করছে। এই প্রেক্ষাপটে এনসিপি বিশ্বাস করে, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নই কেবল বর্তমান সংকট থেকে উত্তরণের পথ।

বৈঠকে এনসিপির প্রতিনিধি দলে ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, খালেদ সাইফুল্লাহ, জাবেদ রাসিন এবং যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা।

অন্যদিকে, জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজসহ কমিশনের অন্যান্য সদস্যরা।

এনএনবাংলা/