আগামী ১৫ অক্টোবর বিকেল ৩টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে ৩০টি রাজনৈতিক দল ও জোটের প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
জাতীয় ঐকমত্য কমিশন বৃহস্পতিবার এক সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করে। সভায় জুলাই সনদ বাস্তবায়নের উপায় নিয়ে বিশেষজ্ঞদের মতামত এবং বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে কমিশনের পাঁচটি বৈঠকে প্রাপ্ত মতামত বিশ্লেষণ করা হয়। সভায় আশা প্রকাশ করা হয়, এই মতামতগুলোকে সংকলন করে খুব শিগগিরই সরকারকে বাস্তবায়নের উপায় সংক্রান্ত সুপারিশ প্রদান করা হবে।
সভায় কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান ও ড. মো. আইয়ুব মিয়া উপস্থিত ছিলেন। এছাড়াও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও সভায় অংশ নেন।
রাষ্ট্র কাঠামো সংস্কারে গঠিত ঐকমত্য কমিশন রাজনৈতিক দল ও জোটের সঙ্গে দুই ধাপে সংলাপ করে, যা থেকে দলগুলোর ঐকমত্যের ভিত্তিতে জুলাই জাতীয় সনদ প্রস্তুত করা হয়। তবে সনদ বাস্তবায়নের উপায় নিয়ে দলগুলোর মধ্যে এখনো কিছু মতানৈক্য রয়ে গেছে। তৃতীয় ধাপের পাঁচ দিনের সংলাপেও এই সমস্যা সমাধান হয়নি।
গতকাল বুধবার সংলাপের শেষ দিনে জানানো হয়েছিল, রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের মতামত অনুযায়ী সনদ বাস্তবায়নের জন্য কমিশন সরকারকে একটি প্যাকেজ সুপারিশ দেবে। তবে বৃহস্পতিবারের সভায় প্যাকেজ সুপারিশের চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানের স্থান ও সময় নির্ধারণে। প্রথমে অনুষ্ঠান চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে করার কথা থাকলেও প্রধান উপদেষ্টার পরামর্শে তা সংসদের দক্ষিণ প্লাজায় করার সিদ্ধান্ত নেওয়া হয়।
সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশ নিতে সংলাপে অংশ নেওয়া ৩০টি রাজনৈতিক দল ও জোটকে দুজন করে প্রতিনিধির নাম পাঠাতে বলা হয়েছে। ইতিমধ্যেই অধিকাংশ দল তাদের প্রতিনিধির নাম নিশ্চিত করেছে। বিএনপি, জামায়াত, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) কিছু দলের সঙ্গে কমিশনের যোগাযোগের পর তারা ইতিবাচক সাড়া দিয়েছে বলে জানানো হয়েছে।
এনএনবাংলা/

আরও পড়ুন
আইসিইউতে খালেদা জিয়া
দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন খালেদা জিয়া
নাসা গ্রুপের নজরুলের আরও ৪৪ কোটি টাকার সম্পদ জব্দের নির্দেশ