দীর্ঘ আলোচনা শেষে জুলাই সনদ স্বাক্ষরিত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল। তবে এই ঐতিহাসিক মুহূর্তে জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্রনেতাদের অনুপস্থিতি তাকে পীড়া দিয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) সনদ স্বাক্ষরের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ড. নজরুল বলেন, ‘খুবই ভালো লাগছে। অনেক মাস ধরে আলোচনার পর আজ একটি বিরাট অনুষ্ঠান সম্পন্ন হলো। আজ আমাদের জুলাই সনদের কনটেন্ট চূড়ান্ত হলো।’
একই সঙ্গে তিনি আক্ষেপ প্রকাশ করে বলেন, ‘তবে আমার আরও ভালো লাগত যদি এনসিপির যারা আমাদের ছাত্রনেতা আছে, তারা জুলাই আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, তারা উপস্থিত থাকত।’
এনসিপি ছাত্রনেতাদের অনুপস্থিতি প্রসঙ্গে অধ্যাপক নজরুল আরও বলেন, ‘তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে, ঐকমত্য কমিশন আগামী ১৫ দিন আরও কার্যকর থাকবে এবং এর মধ্যে তারা বিভিন্ন বিষয় বিবেচনা করবেন। প্রয়োজন হলে পরবর্তীকালেও তারা স্বাক্ষর দিতে পারবেন।’
ড. নজরুল সবাইকে নিয়ে এই প্রক্রিয়া সম্পন্ন করার আশাবাদ ব্যক্ত করে বলেন, ‘সবাই মিলে করতে পারলে এটি আরও ভালো হতো।’
এনএনবাংলা/
আরও পড়ুন
জুলাই জাতীয় সনদ স্বাক্ষরের মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হলো: প্রধান উপদেষ্টা
এনসিপির না থাকাকে ‘ভুল বোঝাবুঝি’ বললেন মির্জা ফখরুল
কিছু রাজনৈতিক দল জনগণের সঙ্গে প্রতারণা করছে: নাহিদ