December 19, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, December 18th, 2025, 3:58 pm

জেআইসি সেলে গুম-নির্যাতন: শেখ হাসিনাসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন আজ

 

বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেল (জেআইসি)-এ ২৬ জনকে গুম ও নির্যাতনের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিকসহ সাবেক ও বর্তমান ১১ জন সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ আজ আসতে পারে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–১ এর বিচারিক প্যানেল এ বিষয়ে আদেশ প্রদান করতে পারেন।

এর আগে গত ৭ ডিসেম্বর মামলাটিতে অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হয়। রাষ্ট্রপক্ষ আসামিদের বিরুদ্ধে মোট পাঁচটি নির্দিষ্ট অভিযোগ উপস্থাপন করে। শুনানিতে জানানো হয়, জেআইসি সেলে শত শত মানুষকে আটক রেখে অমানবিক ও নিষ্ঠুর নির্যাতন চালানো হতো। নির্যাতনের পর আবদুল্লাহিল আমান আযমী ও মাইকেল চাকমাসহ মোট ২৬ জনকে মুক্তি দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষের ভাষ্য অনুযায়ী, গুম ও নির্যাতনের সকল নির্দেশ দিতেন শেখ হাসিনা এবং তার নির্দেশনা সেনা কর্মকর্তাদের মাধ্যমে বাস্তবায়ন করতেন তারিক আহমেদ সিদ্দিক।

শুনানি শেষে শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিকসহ অন্যান্য আসামিদের পক্ষে আইনজীবীরা অভিযোগ থেকে অব্যাহতির আবেদন জানিয়ে যুক্তিতর্ক উপস্থাপন করেন।

এই মামলায় শেখ হাসিনা ও তারিক আহমেদ সিদ্দিক ছাড়াও ডিজিএফআইয়ের সাবেক পাঁচজন মহাপরিচালক, পাঁচজন পরিচালক এবং একজন সাবেক লেফটেন্যান্ট কর্নেলকে আসামি করা হয়েছে। তবে এ মামলায় বর্তমানে তিনজন আসামি গ্রেপ্তার রয়েছেন।

এদিকে, জুলাই আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে ছয়জন হত্যার ঘটনায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সাবেক কমিশনার হাবিবুর রহমানসহ আটজনের বিরুদ্ধে আজ দ্বিতীয় দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।

এনএনবাংলা/