January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, December 18th, 2021, 8:02 pm

জেদ্দার উন্নয়নে ২ হাজার কোটি ডলারের পরিকল্পনা ঘোষণা

অনলাইন ডেস্ক :

সৌদি আরবের অন্যতম বাণিজ্যিক, রাজনৈতিক, সাংস্কৃতিক ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ শহর জেদ্দা। ভৌগোলিকভাবেও এই শহর বেশ তাৎপর্যময়। সে কারণেই জেদ্দাকে আরও আধুনিক করতে চায় সৌদি সরকার। এরইমধ্যে প্রিন্স মোহাম্মদ বিন সালমান জেদ্দার উন্নয়নে মহাপরিকল্পনা হাতে নিয়েছেন। এর নাম দেওয়া হয়েছে ‘নিউ জেদ্দা ডাউনটাউন’। এই অঞ্চলের প্রায় ৬০ লাখ বর্গমিটার উন্নয়নের আওতায় আনা হবে। এতে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় দুই হাজার কোটি মার্কিন ডলার। আরব নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রকল্পটি পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের সেন্ট্রাল জেদ্দা ডেভেলপমেন্ট দ্বারা তিনটি ধাপে বাস্তবায়িত হবে। প্রথম ধাপের কাজ শেষ হবে ২০২৭ সালের শেষ দিকে। এরপর দেশটির ভেতরের ও বাইরের বাসিন্দা ও ভ্রমণকারীদের গ্রহণ করবে জেদ্দা। জানা গেছে, প্রকল্প বাস্তবায়নে সৌদির ভেতরে ও বাইরের বিনিয়োগকারীরা এতে অর্থায়ন করবে। ডেভেলপমেন্ট কোম্পানি এরইমধ্যে পরিকল্পনা বাস্তবায়নের লক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কাজ করছে। প্রকল্পটি বাস্তবায়ন হলে ২০৩০ সালের মধ্যে সৌদির অর্থনীতিতে আরও প্রায় পাঁচ হাজার কোটি সৌদি রিয়াল যোগ হবে। অপেরা হাউস, একটি জাদুঘর, একটি স্টেডিয়াম, মহাসাগরের অববাহিকা ও প্রবাল খামারের মতো প্রকল্পে চারটি প্রধান আন্তর্জাতিক ল্যান্ডমার্ক অন্তর্ভুক্ত করা হবে। নির্মাণ করা হবে ১০টির বেশি বিনোদন কেন্দ্র ও পর্যটন এলাকা। তাছাড়া এই প্রকল্পে বিশ্বমানের মেরিনা, সমুদ্রসৈকত রিসোর্ট ছাড়াও বিস্তৃত বিলাসবহুল স্থানীয় ও আন্তর্জাতিক মানের হোটেল, রেস্তোরাঁ, ক্যাফে ও কেনাকাটার জন্য বিভিন্ন শপিংমল অন্তর্ভুক্ত থাকবে। ধারণা করা হচ্ছে এর মাধ্যমে জেদ্দা একটি সমন্বিত বাণিজ্যিক কেন্দ্রে পরিণত হবে।