November 20, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, November 14th, 2024, 10:36 pm

জেনেভায় আসিফ নজরুলকে হেনস্তা, সুপ্রিম কোর্ট বারের নিন্দা

নিজস্ব প্রতিবেদক:
সুইজারল্যান্ডের জেনেভায় আইন উপদেষ্টা অধ্যাপক ড. আসিফ নজরুলের সঙ্গে সম্প্রতি উচ্ছৃঙ্খল আওয়ামী কর্মীদের অশোভন ও আক্রমণাত্মক আচরণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি।

বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে এক সংবাদ সম্মেলনে এ নিন্দা জানানো হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন। এ সময় সমিতির ভারপ্রাপ্ত সহ-সভাপতি হুমায়ুন কবীর মঞ্জু, কোষাধ্যক্ষ রেজাউল করিম উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনের লিখিত বক্তব্যে বলা হয়েছে, সরকারের রাষ্ট্রীয় দায়িত্ব পালনকালে জেনেভায় আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের ওপর আওয়ামী কর্মীদের অশোভন আচরণ বিগত ফ্যাসিস্ট সরকারের প্রধান শেখ হাসিনার নির্দেশের বহিঃপ্রকাশ বলে আমরা মনে করি। বিশেষ করে জয় বাংলা স্লোগান দিয়ে বিদেশের মাটিতে ড. আসিফ নজরুলের প্রতি আক্রমণাত্মক আচরণ জাতি হিসেবে আমাদের লজ্জিত করেছে এবং এতে বিদেশে আমাদের সম্মানহানি ঘটেছে।

বিদেশের মাটিতে দেশবিরোধী কর্মকাণ্ড ও সরকারের আইন উপদেষ্টার সঙ্গে এহেন অশোভন ও আক্রমণাত্মক আচরণের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অবিলম্বে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কার্যকরী পদেক্ষেপ নিতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার অবহেলার প্রতিবাদে গুরুতর আহত ছাত্র-জনতা হাসপাতাল থেকে বেরিয়ে রাস্তায় বিক্ষোভ প্রদর্শন করতে বাধ্য হয়েছে। এ প্রসঙ্গে আমরা বলতে চাই অন্তর্বর্তী সরকার তাদের সুচিকিৎসা এবং প্রয়োজনে বিদেশে পাঠিয়ে কিংবা বিদেশ থেকে ডাক্তার এবং যন্ত্রপাতি এনে তাদের উন্নত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করুন। তাদের সুচিকিৎসার জন্য যথাযথ অর্থ বরাদ্দ দেওয়ার জন্য বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি জোরালো দাবি জানাচ্ছে।