October 9, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, October 2nd, 2025, 2:24 pm

জেন জি বিক্ষোভে উত্তাল মরক্কো: পুলিশ স্টেশনে আগুন, নিহত ২

 

উত্তর আফ্রিকার দেশ মরক্কোতে তরুণ প্রজন্ম বা জেন-জিদের সরকারবিরোধী আন্দোলন তীব্র আকার ধারণ করেছে। গত বুধবার (১ অক্টোবর) উপকূলীয় শহর আগাদিরের লাকলিয়া এলাকায় পুলিশের গুলিতে দুই বিক্ষোভকারী নিহত হয়েছেন।

রয়টার্স জানায়, সেদিন লাকলিয়ার একটি পুলিশ স্টেশনে অস্ত্র লুটের চেষ্টা করে বিক্ষোভকারীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে। এতে ঘটনাস্থলেই দুইজন প্রাণ হারান এবং বেশ কয়েকজন আহত হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিক্ষোভকারীদের হাতে ছুরি থাকলেও পুলিশি অভিযানের কারণে তারা তা ব্যবহার করতে পারেননি। তবে পরে থানা ভবন ও পুলিশের গাড়িতে আগুন দেওয়া হয়।

গত ২৮ সেপ্টেম্বর রাজধানী রাবাতে শান্তিপূর্ণ সমাবেশ দিয়ে শুরু হওয়া এ বিক্ষোভ এখন সহিংসতায় রূপ নিয়েছে। বেকারত্ব কমানো, দুর্নীতি দমন এবং শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নের দাবিতেই তরুণেরা রাস্তায় নেমেছেন। এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছে ‘জেনজি ২১২’ নামের একটি অখ্যাত সংগঠন, যা গত কয়েকদিন ধরে টিকটক, ইনস্টাগ্রাম ও গেমিং প্ল্যাটফর্মে প্রচারণা চালিয়ে তরুণদের একত্র করছে।

বুধবার আগাদিরের বিয়ৌগ্রা এলাকায় একটি ব্যাংকসহ একাধিক দোকানে লুটপাট চালানো হয়। এছাড়া পর্যটন নগরী মারাকেশে একটি পুলিশ স্টেশনে আগুন দেওয়ার পাশাপাশি কয়েকটি ভবন ও দোকান ভাঙচুর করা হয়েছে। প্রত্যক্ষদর্শী আবদেস্লাম চেগ্রি জানান, তিনি ক্যাফেতে বসে ফুটবল ম্যাচ দেখছিলেন, তখনই কয়েকজন তরুণ পাশের দোকানে পাথর ছুড়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে যায়।

এ আন্দোলনের মধ্যে প্রধানমন্ত্রী আজিজ আখান্নৌচের পদত্যাগের দাবিও তুলেছে বিক্ষোভকারীরা। বর্তমানে মরক্কোয় বেকারত্বের হার ১২.৮ শতাংশ। এর মধ্যে তরুণদের মধ্যে বেকারত্বের হার ৩৫.৮ শতাংশ এবং স্নাতকদের মধ্যে ১৯ শতাংশ।

অর্থনৈতিক রাজধানী ক্যাসাব্লাঙ্কা, উত্তরাঞ্চলীয় ওউজদা এবং তাজায় এখনো কোনো সহিংসতা দেখা না গেলেও বিক্ষোভের মাত্রা দ্রুত বাড়ছে। বিক্ষোভের শুরুতে ‘জেনজি ২১২’-এর সদস্য সংখ্যা ছিল ৩ হাজার, যা মাত্র চার দিনে বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩০ হাজারে।

এনএনবাংলা/