ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র সংগ্রহ করেও তা জমা দিচ্ছেন না জাতীয় পার্টির (একাংশ) মহাসচিব ও জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের মুখপাত্র এ বি এম রুহুল আমিন হাওলাদার এবং জাতীয় পার্টির (একাংশ) সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ। উভয়েই একাধিক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে গত ২৩ ডিসেম্বর রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির (একাংশ) ও জেপির নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট ১৩১টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করেছিল। ওই সময় বলা হয়, জুলাইয়ে ঘটে যাওয়া গণ-অভ্যুত্থানের পর তাদের নেতাদের নামে একাধিক মিথ্যা মামলা দেওয়া হয়েছে। মনোনয়ন ফরম নেওয়ার পরও মামলার আসামি অবস্থায় তারা নির্বাচনে অংশ নিতে আগ্রহী নন। এজন্য তারা সরকারের কাছে মামলা প্রত্যাহারের অনুরোধ জানিয়েছিলেন।
জাতীয় পার্টি ও জোটের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ চট্টগ্রাম-৫ এবং দলের নির্বাহী চেয়ারম্যান মুজিবুল হক চুন্নু কিশোরগঞ্জ-৩ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। তবে জেপির চেয়ারম্যান ও জোটের প্রধান উপদেষ্টা আনোয়ার হোসেন মঞ্জু (পিরোজপুর-২), জাতীয় পার্টির মহাসচিব রুহুল আমিন হাওলাদার (পটুয়াখালী-১), সিনিয়র কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশিদ (ঢাকা-১০) এবং হাওলাদারের স্ত্রী ও দলের প্রেসিডিয়াম সদস্য নাসরিন জাহান রত্না (বরিশাল-৬) মনোনয়ন সংগ্রহ করার পর শেষ সময় ফরম জমা দেননি।
রুহুল আমিন হাওলাদার জানিয়েছেন, নির্বাচনের সুষ্ঠু পরিবেশ না থাকায় তিনি মনোনয়ন জমা দিচ্ছেন না। তিনি বলেন, আমার বিরুদ্ধে সাত-আটটি মামলা রয়েছে। সেগুলো প্রত্যাহার না হলে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব নয়। মামলা মাথায় নিয়ে নির্বাচনী প্রচারণা করা কঠিন, এতে হয়রানির আশঙ্কাও রয়েছে। এছাড়া নির্বাচনে সমান সুযোগও নেই। এই পরিস্থিতিতে অংশ নেওয়া যুক্তিসঙ্গত হবে না। নাসরিন জাহান রত্নাও নির্বাচনে অংশ নেবেন না বলে তিনি জানান।
ঢাকা-১০ ও গোপালগঞ্জ থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেও জমা না দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন কাজী ফিরোজ রশিদ। তিনি বলেন, এতগুলো মামলা মাথায় নিয়ে নির্বাচন করা কল্পনাতেও সম্ভব নয়। পুলিশও বলবে আপনার নামে মামলা আছে, তার পর নির্বাচন করা সম্ভব নয়। আমরা নির্বাচন করতে চাইলে বাধাগুলো অতিক্রম করতে হবে, যা সহজ নয়।
কাজী ফিরোজ রশিদ আরও যোগ করেন, জুলাই গণ-অভ্যুত্থানের সময় ছাত্রদের পক্ষে একাধিক সংবাদ সম্মেলন করেছি, কিন্তু এখন আমার বিরুদ্ধে মামলা করা হয়েছে। আমরা নির্বাচনে অংশগ্রহণ করলে এটা যেন করা হয় না, সেটাই চাওয়া হচ্ছে। তাই মনোনয়ন জমা দিচ্ছি না।
এনএনবাংলা/

আরও পড়ুন
আ.লীগ ভুল স্বীকার না করলে জনগণ ক্ষমা করবে না: শফিকুল আলম
খালেদা জিয়ার কবর জিয়ারতে মানুষের ঢল: কেউ করছেন দোয়া, কারও চোখে পানি
৭ জানুয়ারির পর সরকার পতনের আন্দোলনের হুঁশিয়ারি ইনকিলাব মঞ্চের