December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Monday, January 10th, 2022, 8:43 pm

জেমস ওয়েব টেলিস্কোপের মহাকাশে সফল স্থাপন

অনলাইন ডেস্ক :

মহাবিশ্বের অজানা তথ্য জানতে মহাকাশে সফলভাবে জেমস ওয়েব টেলিস্কোপ স্থাপন হয়েছে। যাত্রার ১৪ দিন পর শনিবার বিশ্বের সবচেয়ে শক্তিশালী যন্ত্রটি সফলভাবে স্থাপন করাতে পেরেছেন বিজ্ঞানীরা। এক টুইটে নাসা জানায়, টেলিস্কোপটির চূড়ান্ত ডানা মোতায়েন করা হলো। খবর এনডিটিভির। নাসার বিজ্ঞান মিশন অধিদপ্তরের সহযোগী প্রশাসক থমাস জুরবুচেন এক বিবৃতিতে বলেন, নাসার সফল কাজগুলোর উদাহরণ হলো, জেমস ওয়েব। আমি আবেগপ্রবণ হয়ে পড়েছি। এ এক অসাধারণ মাইল ফলক। আপনাদের জানাতে চাই, আমরা টেলিস্কোপটি তার কক্ষপথে স্থাপন করতে সফল হয়েছি। দলটির জন্য আমি খুব গর্বিত। জানা গেছে, বিশাল আকৃতির এই টেলিস্কোপের পেছনে স্বর্ণের প্রলেপ লাগানো রয়েছে। নাসার নির্মিত এযাবৎকালের সবচেয়ে বড় টেলিস্কোপ এটি। জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে মহাকাশবিজ্ঞানীরা মহাশূন্যের অনেক গভীর পর্যন্ত দেখতে পাবেন।