September 17, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, September 17th, 2025, 8:14 pm

জেরুজালেমকে কখনো অপবিত্র হতে দেব না: এরদোগান

 

তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান বলেছেন, আমরা কখনো জেরুজালেমকে অপবিত্র হতে দেব না — যদিও তিনি স্বীকার করেছেন যে হিটলারের অনুসারীদের ক্ষোভ কখনো মুছে যাবে না। খবর আনাদোলু- এর।

আঙ্কারায় বুধবার তুরস্কের নতুন পররাষ্ট্র মন্ত্রণালয় ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এরদোগান এসব মন্তব্য করেন।

গাজা প্রসঙ্গে তিনি জোর দিয়ে বলেন, ইসরায়েলের নৃশংস হামলার বিরুদ্ধে টিকে থাকা নির্যাতিত গাজাবাসীর পাশে দাঁড়ানো থেকে কেউ আমাদের আটকাতে পারবে না।

তিনি আরও বলেন, যারা আমাদের ভূখণ্ডকে রক্তের সাগরে পরিণত করতে চায়, যারা অস্থিতিশীলতা ছড়াতে চায়—তাদের বিরুদ্ধে আজ ও আগামীতেও আমরা অটল থাকব।

এরদোগান আশ্বস্ত করেন যে, আঙ্কারা সিরিয়া থেকে ইয়েমেন, লেবানন থেকে কাতার—যেখানে যেখানে ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়েছে—ওখানেই পূর্ণ সংহতি বজায় রাখবে।

এরদোগান হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা নিরীহ শিশুদের প্রাণ দিয়ে গণহত্যা ও নিপীড়নের ওপর ভবিষ্যৎ গড়তে চায়, তারা একদিন নিজেদেরই রক্তে ডুবে যাবে।

এনএনবাংলা/