July 1, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Sunday, January 26th, 2025, 3:15 pm

জেলগেটেই মতিউরের স্ত্রী কানিজকে জিজ্ঞাসাবাদের নির্দেশ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক:
দুর্নীতির মামলায় গ্রেপ্তার ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের স্ত্রী সাবেক উপজেলা চেয়ারম্যান লায়লা কানিজের রিমান্ড ও জামিনের উভয় আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে আগামী ৭ কার্যদিবসের মধ্যে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে। আজ রবিবার (২৬ জানুয়ারি) ঢাকা মহানগর দায়রা জজ মো. জাকির হোসেন গালিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। আদালত সূত্রে জানা গেছে, কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়।

এরপর তার উপস্থিতিতে বেলা ১ টার দিকে শুনানি শুরু হয়। দুদকের পাবলিক প্রসিকিউটর (পিপি) মাহমুদ হোসেন জাহাঙ্গীর জামিনের বিরোধিতা করেন। তিনি বলেন, চাকরির জীবনে যে আয় করেছে সেটার বাইরে যেসব সম্পদ রয়েছে, সেগুলো অবৈধভাবে অর্জিত। তার এসব সম্পদের আয়ের উৎস পাওয়া যায়নি।

তার কাছে জ্ঞাত আয় বহির্ভূত অবৈধ সম্পদ রয়েছে। তিনি কোনো মানিলন্ডারিং করেছেন কি না এবং অবৈধ সম্পদের তথ্য জানতে তাকে রিমান্ডে নেওয়া প্রয়োজন। এজন্য তার ৭ দিনের রিমান্ড প্রার্থনা করেন।
আসামিপক্ষের আইনজীবী মো. ওয়াহিদুজ্জামান বলেন, ‘তার বিরুদ্ধে অতিরঞ্জিতভাবে মিথ্যা মামলা করা হয়েছে।
ট্রায়ালে এটা প্রমাণিত হবে। তার স্বামী মতিউরের কারণে এ মামলায় তাকে আসামি করা হয়েছে। পরিকল্পিতভাবে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা সকল কিছু পূর্নাঙ্গভাবে আদালতে উপস্থাপন করেছি। তাকে হেনস্তা করতেই এ মামলায় রিমান্ড চাওয়া হয়েছে। ন্যায় বিচারের স্বার্থে তার রিমান্ড আবেদন বাতিল করে জামিন দেওয়া হোক।

এর আগে, গত ১৫ জানুয়ারি গ্রেপ্তারের পর আসামি কানিজকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক মো. ইসমাঈল আসামি কানিজের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে ওইদিন রিমান্ডের বিষয়ে শুনানির জন্য ১৯ জানুয়ারি দিন ধার্য করেন আদালত। পরে ১৯ জানুয়ারি রিমান্ড শুনানি পিছিয়ে ২৬ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।

মামলার সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি লায়লা কানিজের বিরুদ্ধে ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। পাশাপাশি ১ কোটি ৫৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগও রয়েছে। এসব সম্পদ অর্জনে মতিউর রহমানের সহযোগিতার অভিযোগ করে দুদক। এ জন্য তাকেও মামলায় আসামি করা হয়েছে।

এর আগে, গত ১৫ জানুয়ারি গ্রেপ্তারের পর আসামি কানিজকে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে হাজির করে পুলিশ। পরে মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারি পরিচালক মো. ইসমাঈল আসামি কানিজের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। পরে ওইদিন রিমান্ডের বিষয়ে শুনানির জন্য ১৯ জানুয়ারি দিন ধার্য করেন আদালত। পরে ১৯ জানুয়ারি রিমান্ড শুনানি পিছিয়ে ২৬ জানুয়ারি দিন ধার্য করেন আদালত।

মামলার সূত্রে জানা গেছে, গত ৬ জানুয়ারি লায়লা কানিজের বিরুদ্ধে ১৩ কোটি ১ লাখ ৫৮ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। পাশাপাশি ১ কোটি ৫৩ লাখ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগও রয়েছে। এসব সম্পদ অর্জনে মতিউর রহমানের সহযোগিতার অভিযোগ করে দুদক। এ জন্য তাকেও মামলায় আসামি করা হয়েছে।