সখীপুর (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইল জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে নির্বাচিত হয়েছেন সখীপুর থানার ওসি আবুল কালাম ভূঁইয়া। সোমবার সকালে জেলা পুলিশের সেপ্টেম্বর-২০২৫ মাসিক কল্যাণ সভায় পুলিশ সুপার মো. মিজানুর রহমান তার হাতে শ্রেষ্ঠ ওসির সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র তুলে দেন। এ সময় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জানা গেছে, পেশাগত দায়িত্বে সততা ও দক্ষতা, এলাকায় সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা তামিল, নিয়মিত মামলার আসামি গ্রেফতার, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ, লুণ্ঠিত ও চোরাই মাল উদ্ধারসহ শারদীয় দুর্গাপূজার মতো বড় ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্নে সম্পন্ন করায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে।
পুলিশের দায়িত্বশীলতা, জননিরাপত্তায় ইতিবাচক দৃষ্টান্ত ও মানবিক কার্যক্রমে সখীপুর থানার এ স্বীকৃতি পুরো উপজেলার জন্য একটি গর্বের অর্জন উল্লেখ করে ওসি আবুল কালাম ভূঁইয়া বলেন,
‘এ অর্জন শুধু আমার নয়—সখীপুর থানার সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও সকলের সহযোগিতায় এই উপজেলার আইন-শৃঙ্খলা আরও সুদৃঢ় রাখতে চাই।’

আরও পড়ুন
রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও
কুমিল্লা থেকে ৪০ রুটে বাস ধর্মঘট, চরম ভোগান্তি
মুরাদনগরে স্বেচ্ছাসেবক লীগ, শ্রমিক লীগ ও ইউপির চেয়ারম্যানসহ আটক-১০