October 11, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, September 27th, 2025, 5:31 pm

জেলা প্রশাসকের উদ্যোগে টাঙ্গাইলে নদীভাঙন থেকে রক্ষা পেলো ৫০০ পরিবার

টাঙ্গাইল প্রতিনিধি:

টাঙ্গাইল সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের ওমরপুর ও চরপৌলী এলাকায় ধলেশ্বরী নদীর বাম তীরে আকস্মিক নদীভাঙন রোধে আপদকালীন অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ শুরু হয়েছে।

৫১০ মিটার দীর্ঘ তীরজুড়ে জিও-টিউব ও জিও-ব্যাগ ডাম্পিং এবং প্লেসিংয়ের মাধ্যমে নদীর পাড় রক্ষা করা হচ্ছে। এই কাজের ব্যয় ধরা হয়েছে ৯৮ লাখ ৭১ হাজার টাকা।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকালে এই প্রতিরক্ষামূলক কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন টাঙ্গাইলের জেলা প্রশাসক শরীফা হক।

উদ্বোধনকালে আরও উপস্থিত ছিলেন টাঙ্গাইল পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মতিউর রহমান, টাঙ্গাইল সদর উপজেলার ইউএনও নাহিদা আক্তার এবং উপজেলা প্রকৌশলী জাকির হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

জেলা প্রশাসক শরীফা হক জানান, ধলেশ্বরী নদীর তীরে হঠাৎ ভাঙন শুরু হওয়ায় বসতবাড়ি, আবাদি জমি, গ্রামীণ রাস্তা, মাদ্রাসা ও শিক্ষা প্রতিষ্ঠান হুমকির মুখে পড়ে। তাই জরুরি ভিত্তিতে অস্থায়ী প্রতিরক্ষামূলক কাজ শুরু করা হয়েছে।

এই উদ্যোগের ফলে নদী তীরবর্তী প্রায় ৫০০ পরিবারের ঘরবাড়ি, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা নিরাপদ থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। তিনি আরও জানান, ভবিষ্যতে এই এলাকায় স্থায়ী প্রকল্প গ্রহণ করা হবে।