January 20, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, December 2nd, 2022, 8:15 pm

জেলেনস্কির সঙ্গে দেখা করলেন বিয়ার গ্রিলস

অনলাইন ডেস্ক :

টেলিভিশনে ব্যাপক জনপ্রিয় ব্রিটিশ তারকা বিয়ার গ্রিলস ইউক্রেনে গিয়ে প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে দেখা করেছেন। এনডিটিভি জানিয়েছে, বিয়ার গ্রিলস এবং তার ফিল্ম ক্রুরা ইউক্রেনের একটি গ্যাস স্টেশনে চিত্রধারণ করেছেন। বিয়ার গ্রিলসকে ইউক্রেনীয়দের সঙ্গে সেলফি তুলতে দেখা গেছে। তাদের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। বিয়ার গ্রিলস সেখানে একটি অনুষ্ঠানের জন্য দৃশ্যধারণ করেছেন বলে বিভিন্ন গণমাধ্যমে দাবি করা হয়েছে। গত সপ্তাহে সোশ্যাল মিডিয়ায় পোষ্টে নতুন কিছু নিয়ে আসছেন বলে ইঙ্গিত দিয়েছিলেন বিয়ার গ্রিলস। পরে ইনস্টাগ্রামে দেওয়া পোস্টে বিয়ার গ্রিলস লিখেছেন, এই সপ্তাহে ইউক্রেনের রাজধানী কিয়েভ ভ্রমণ করার এবং প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে সময় কাটানোর সৌভাগ্য হয়েছে। তিনি আরো লিখেছেন, দেশটিতে ব্যাপক শীত নামছে। তাদের অবকাঠামো আক্রমণের মুখে; লাখ লাখ মানুষের বেঁচে থাকার সত্যিকারের দৈনন্দিন সংগ্রাম চলছে সেখানে। বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে প্রেসিডেন্ট জেলেনস্কির এমন একটি দিক বিশ্ববাসী দেখতে পাবে, যা আগে কখনো দেখা যায়নি। প্রসঙ্গ, ‘ম্যান ভার্সেস ওয়াইল্ড’ অনুষ্ঠানের জন্য সবচেয়ে বেশি পরিচিত বিয়ার গ্রিলস। টেলিভিশনে সারভাইভাল সিরিজে কাজ করেন। যুক্তরাজ্যভিত্তিক ডিসকভারি চ্যানেলে ২০০৬ সাল থেকে প্রচারিত হয়ে আসছে তার অনুষ্ঠান। জনপ্রিয় এই টিভি তারকা একাধিক অনুরূপ প্রকল্পেও অংশ নিয়েছেন। সূত্র: এনডিটিভি