অনলাইন ডেস্ক :
লিগ টেবিলে ঘাড়ে শ্বাস ফেলা ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্যবধান ৪ পয়েন্টে তোলার সুযোগ ছিল। শুরুতে এগিয়ে গিয়ে সে আশাও জাগাল আর্সেনাল। কিন্তু দ্বিতীয়ার্ধে হজম করে বসল গোল। পরে আর পথ খুঁজে পেল না তারা; সাউথহ্যাম্পটনের মাঠ থেকে ফিরল পয়েন্ট হারিয়ে। দলটির ফরোয়ার্ড গাব্রিয়েল জেসুসের তাই হারের মতোই তেতো লাগছে এই ড্র। প্রতিপক্ষের মাঠে রোববার ১-১ ড্র করে আর্সেনাল। তাতে লিগ টেবিলে ১১ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষে থাকলেও দ্বিতীয় স্থানে থাকা সিটির সঙ্গে মিকেল আর্তেতার দলের ব্যবধান এখন মাত্র ২ পয়েন্ট। প্রথম অর্ধে আধিপত্য ছিল আর্সেনালের, কিন্তু বিরতির পর তার রেশ টেনে নিতে পারেননি তারা। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড জেসুসের কথায়ও ফুটে উঠল দ্বিতীয়ার্ধের বিবর্ণ পারফরম্যান্স নিয়ে হতাশা। “মনে হচ্ছে, আমরা ম্যাচটা হেরে গেছি। কেননা আমরা যেভাবে খেললাম, প্রথমার্ধে যেভাবে এত সুযোগ তৈরি করলাম (কিন্তু কাজে লাগাতে পারলাম না বলে ড্র হলো)ৃদ্বিতীয়ার্ধে আবার আমাদের মান পড়ে গেল।” “প্রায় এমনটাই হয়েছিল লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে। আমাদের স্মার্ট হতে হবে, দেখতে হবে কী ভুল করছি এবং উন্নতি করতে হবে…মৌসুমের শুরুতে দল হিসেবে এবং ব্যক্তিগত দিক থেকে আমরা যেমন খেলেছি, আবার সেই পর্যায়ে ফিরতে চেষ্টা করতে হবে।” আগামী বৃহস্পতিবার ইউরোপা লিগে পিএসভি আইন্দহোভেনের বিপক্ষে ম্যাচ আছে জেসুসদের। আর্সেনালের ওয়েবসাইটের সঙ্গে আলাপচারিতায় ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড পিএসভির ম্যাচে মনোযোগ দেওয়ার কথা বললেন। “(সাউথ্যাম্পটনের ড্র নিয়ে) কোনো অজুহাত নেই। পরের ম্যাচে মাঠে আমাদের কী করতে হবে, সেটার প্রস্তুতির জন্য আমরা কয়েকটা দিন সময় পাচ্ছি। কয়েকজন খেলোয়াড়ের রিকভারির জন্য আরও বেশি সময় প্রয়োজন, কিন্তু মাঠের করণীয় কী, সেটার দিকেই মনোযোগ আমাদের।”
আরও পড়ুন
চমক দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণা, বাদ সাকিব-লিটন
স্বপ্ন পূরণের ‘প্রেরণাদাতা ও যোদ্ধা’ তামিম বললো: বিসিবি
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন তামিম ইকবাল