December 28, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Saturday, July 2nd, 2022, 1:34 pm

জৈন্তাপুরের চারিকাটায় বন্যার্তদেও মধ্যে নগদ অর্থ বিতরণ

জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত জনসাধারণের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
২ জুলাই শনিবার দুপুরে উপজেলার চারিকাটা ইউনিয়নে স্টার্ট ফান্ড বাংলাদেশ এর আর্থিক সহযোগিতায় ও খ্রিস্টিয়ান এইড এর সার্বিক সহযোগিতায় এবং এফআইভিডিবি’র ব্যবস্থাপনায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের মধ্যে নগদ ৪ হাজার ৫ শত টাকা করে ৩৩৮ পরিবারের মধ্যে নগদ অর্থ বিতরণ করা হয়, একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়।
টাকা বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন চারিকাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান করিম, চারিকাটা ইউনিয়ন পরিষদের সদস্যগণ, খ্রিস্টিয়ান এইড-এর পক্ষ থেকে মিজান আহমদ, এফআইভিডিবি-র পক্ষ থেকে ফখরুল ইসলাম চৌধুরী, প্রকল্পের ফোকাল পয়েন্ট দেলওয়ার হোসেন, প্রকল্পের সমন্বয়কারী তৈয়ব আলী, প্রকল্প সংশ্লিষ্ট কর্মীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

—প্রেস বিজ্ঞপ্তি