January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, March 15th, 2024, 8:48 pm

জৈন্তাপুরে ১০৫ বস্তা ভারতীয় চিনি জব্দ, যুবক আটক

সিলেটের জৈন্তাপুরে ১০৫ বস্তা ভারতীয় চিনি বোঝাই একটি ট্রাক জব্দসহ জাহাঙ্গীর আলম নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শুক্রবার (১৫ মার্চ) ভোর ৫টার দিকে দক্ষিণ সারিঘাট এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক জাহাঙ্গীর আলম জৈন্তাপুর উপজেলার তেলীজুরি গ্রামের ওসমান আলীর ছেলে।

পুলিশ জানায়, জৈন্তাপুর উপজেলায় দরবস্ত ইউনিয়নের দক্ষিণ সারিঘাট সরুফৌদ এলাকায় গোয়াইনঘাট-সারিঘাট সড়কে অভিযান চালিয়ে একটি ট্রাকসহ ভারতীয় ১০৫ বস্তা চিনি জব্দ করা হয়। এসময় জাহাঙ্গীর আলম নামে একজনকে আটক করা হয়।

জৈন্তাপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. আশরাফুল আলম জানান, আটক জাহাঙ্গীরের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

—–ইউএনবি