অনলাইন ডেস্ক :
‘জোকার টু’ আসছে। এবারও জোকার চরিত্রে দেখা যাবে জোয়াকিন ফিনিক্সকে। ছবিতে দেখা যেতে পারে লেডি গাগাকে। এমনটাই শোনা যাচ্ছে। জানা গেছে নির্মাতা টোড ফিলিপস লেডি গাগার সঙ্গে ‘জোকার টু’-এর বিষয়ে কথা বলেছেন। লেডি গাগা রাজি হন, তাহলে এই ছবিতে তাকে দেখা যাবে জোয়াকিন ফিনিক্সের বিপরীতে। ‘জোকার টু’-ছবিতে লেডি গাগার চরিত্রটি কেমন হবে সেই বিষয়ে কোনো তথ্য জানা যায়নি। জোকারের সঙ্গে মেন্টাল ইন্সটিটিউশনের মনোরোগ বিশেষজ্ঞ হার্লি কুইনের সম্পর্ক গড়ে ওঠে, যে পরবর্তীতে জোকারের ক্রাইম পার্টনার হয়ে যায়। ধারণা করা হচ্ছে ‘হার্লি কুইন’ চরিত্রে দেখা যাবে লেডি গাগাকে। এর আগে টোড ফিলিপস জানিয়েছেন, অস্কার জয় করে নেয়া ‘জোকার’-এর সিকুয়েলের স্ক্রিপ্ট তৈরি করা হয়ে গিয়েছে। নির্মাতার শেয়ার করা ছবিতে ‘জোকার’-এর সিকুয়েলের নাম দেখা যাচ্ছে ‘জোকার: ফোলি অ্যা ডেউক্স’। ফ্রেঞ্চ ভাষায় এর অর্থ ‘মেন্টাল ডিজঅর্ডার।’ অ্যান্টি হিরো সিনেমা ‘জোকার’ পুরো দুনিয়ার দর্শককে মুগ্ধ করেছে। ডিসির গতানুগতিক আমেজের বাইরে গিয়ে ভিন্ন আঙ্গিকের এ সিনেমা ৯২তম অস্কারে সেরা সিনেমা, সেরা পরিচালকসহ ১১টি বিভাগে পেয়েছে মনোনয়ন। সেরা অভিনেতার অস্কার উঠেছে জোকার চরিত্রের অভিনেতা জোয়াকিন ফিনিক্সের হাতে। সেরা অরিজিনাল স্কোর বিভাগেও অস্কার জিতেছে ছবিটি। সূত্র: হলিউড রিপোর্টার
আরও পড়ুন
পোস্টার প্রকাশ করে সিনেমা মুক্তির তারিখ জানালেন বুবলী
নিজের অভিনীত প্রথম সিনেমার মুক্তিতে যেতে না পারার আক্ষেপ পরিমনির
‘বাংলার টেসলা’র চাকায় পিষ্ট শাওনের পা