November 5, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Wednesday, November 5th, 2025, 2:39 pm

জোট নয়, নির্বাচনী সমঝোতা করবে জামায়াত: শফিকুর রহমান

 

আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, দলটি এবার কোনো জোটে যাচ্ছে না, তবে নির্বাচনী সমঝোতা করবে।

বুধবার (৫ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না, সেটি তাদের নিজস্ব সিদ্ধান্ত। কাউকে জোর করে যুক্ত করার প্রয়োজন নেই। আমরা জোট করবো না, তবে নির্বাচনী সমঝোতার পথে হাঁটবো।

গণভোট প্রসঙ্গে তিনি দলের আগের অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, জামায়াতে ইসলামী জনগণের মতামতের প্রতি শ্রদ্ধাশীল থেকে রাজনীতি করতে চায়।

তৃতীয়বারের মতো বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হওয়ার পর এটি ছিল তার প্রথম সিলেট সফর। তাকে স্বাগত জানাতে ভোর থেকেই ওসমানী বিমানবন্দরে ভিড় করেন দলীয় নেতাকর্মীরা। সকাল সাড়ে ৭টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমানের একটি ফ্লাইটে সিলেটের উদ্দেশে রওনা দেন তিনি।

এর আগে তার আগমন উপলক্ষে মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে সিলেট মহানগর জামায়াত কার্যালয়ে জেলা ও মহানগর নেতাদের উপস্থিতিতে যৌথ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

সম্প্রতি পবিত্র উমরা পালন শেষে ডা. শফিকুর রহমান সৌদি আরব থেকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও তুরস্ক সফর করেন। সেখানে তিনি সরকারি-বেসরকারি পর্যায়ের বৈঠক ছাড়াও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় করেন।

এনএনবাংলা/