অনলাইন ডেস্ক :
‘বাজে স্বভাব’ গান দিয়ে রেহান রাসুলের হঠাৎ বাজিমাত! চলতি বছরে কয়েকটি গান আলোচনায় আসে তার। নাটক-সিনেমার বাইরে বিভিন্ন প্রযোজনা প্রতিষ্ঠানের জন্যও গান করছেন তিনি। এরইমধ্যে বছরের শেষ প্রান্তে এসে এন আই বুলবুলের কথায় দুটি গানে কণ্ঠ দিয়েছেন রেহান। লক্ষ্য নতুন বছরের উপহার। গান দুটি হলো রোহান রাজের সুর-সংগীতে ‘উড়ি চল’ এবং রেজওয়ান শেখের সুর-সংগীতে ‘কিছু গল্প’। দুটি গানেই রেহানের সহশিল্পী ‘পাওয়ার ভয়েস’ কর্ণিয়া। গান দুটি প্রকাশ হবে যথাক্রমে ফ্যামিলি মিউজিকের ইউটিউব চ্যানেল ও আরটিভি মিউজিক চ্যানেলে।
গান দুটি প্রসঙ্গে রেহান রাসুল বলেন, ‘দুটি গান দুই রকম রোমান্টিক কথায় সাজানো। কর্ণিয়ার সঙ্গে পর পর দুটি দ্বৈত গান হলো। নতুন বছর উপলক্ষে গান দুটি প্রকাশ হবে। আশা করছি শ্রোতারা আমাদের কণ্ঠে গান দুটি শুনে নিরাশ হবে না।’ অন্যদিকে গীতিকবি এন আই বুলবুল বলেন, ‘দুটি গানই রোমান্টিক কথায় সাজালাম। তবে এরমধ্যেও ভিন্নতা রাখার চেষ্টা করেছি। একটির সঙ্গে অন্যটির মিল নেই। দুই শিল্পী দারুণ গেয়েছেন। আশা করছি নতুন বছরে শ্রোতাদের জন্য ভালো দুটি উপহার হবে।’
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত