December 27, 2024

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 17th, 2024, 6:58 pm

জোড়া হ্যাটট্রিকে ওয়ান্ডারার্সকে বিধ্বস্ত করলো ব্রাদার্স

অনলাইন ডেস্ক:
শীর্ষ ফুটবলে ফিরে এসে কঠিন বাস্তবতা বুঝতে শুরু করেছে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাব। এক সময়ের জায়ান্ট দলটি বাংলাদেশ প্রিমিয়ার লিগের অভিষেক ম্যাচে ৬ গোলে হেরেছিল মোহামেডানের কাছে।

দীর্ঘদিন পর ফেডারেশন কাপে মাঠে নেমে বিধ্বস্ত হলো ব্রাদার্সের কাছেও। মঙ্গলবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে ব্রাদার্স গুনেগুনে ৮ গোল দিয়েছে ওয়ান্ডারার্সের জালে।

এই মৌসুমে তিন আসর মিলিয়ে এখনো হ্যাটট্রিক দেখেনি দর্শক। এক ম্যাচে এসে দেখলো দুটি। ব্রাদার্সের গাম্বিয়ান মুস্তাফা ও স্থানীয় সাজ্জাদ হোসেন তিনটি করে গোল করেছেন। একটি করে গোল কাওসার আলী রাব্বি ও এলিটা কিংসলের।

৮ মিনিটে রাব্বির গোল দিয়ে উদযাপন শুরু কিংসের। ২৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন মুস্তাফা। তিনি ৬৫ ও ৭০ মিনিটে গোল করে এই মৌসুমের প্রথম হ্যাটট্রিক করেন। দ্বিতীয় হ্যাটট্রিক করা সাজ্জাদের গোল ২৮, ৪৮ ও ৮১ মিনিটে। কিংসলে গোল করেছেন ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে।

ব্রাদার্স প্রথম ম্যাচে হেরেছিল কিংসের কাছে। দুই ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তারা টেবিলের দ্বিতীয় স্থানে।