August 28, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Thursday, August 28th, 2025, 6:47 pm

জোভান-নিহার ‘সহযাত্রী’ হওয়ার গল্প

 

নির্মাতা মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘সহযাত্রী’ হলেন অভিনেতা ফারহান আহমেদ জোভান ও অভিনেত্রী নাজনীন নাহার নিহা। এটি তাদের নতুন ইউটিউব ফিল্ম।

এতে দম্পতির ভূমিকায় দেখা যাবে জোভান ও নিহাকে। তাদের দাম্পত্য জীবনের অন্যরকম একটি ঘটনাকে কেন্দ্র করেই এর গল্প আবর্তিত।

‘সহযাত্রী’ রচনা করেছেন জোবায়েদ আহসান। গল্প ও পরিচালনায় মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। ইউটিউব ফিল্মের গল্প এখনই জানাতে চান না তিনি।

এ প্রসঙ্গে রাজ বলেন, ‘স্বামী ও স্ত্রী সৃষ্টিকর্তার জুড়ে দেওয়া একটি সম্পর্ক। সংসারে তাদের একে অপরের প্রতি ভালোবাসা, মর্যাদা ও মায়া-মমতার ওপর সুখী দাম্পত্য জীবন গড়ে ওঠে। কিন্তু এসব অনুভূতি দেখা যায় না। ফলে সম্পর্কে এগুলো আছে নাকি নেই সেই ভাবনা স্বামী ও স্ত্রীকে কোথায় ঠেলে দিতে পারে, এই ইউটিউব ফিল্মে সেটাই দেখানোর চেষ্টা করেছি। তবে বিরহের আবহে নয়, দর্শকরা বরং বিদ্রুপাত্মক ঢঙ খুঁজে পাবেন গল্পে।’

গত ২২ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত ‘সহযাত্রী’র শুটিং হয়েছে ঢাকার ফার্মগেট, উত্তরা ও সাভারে। এতে আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, ডা. এজাজুল ইসলাম, মনিরা আক্তার মিঠু, সুষমা সরকার, মাহমুদুল ইসলাম মিঠু, শিল্পী সরকার অপুসহ আরও অনেকে।

‘সহযাত্রী’তে একটি মৌলিক গান রয়েছে। এর শিরোনাম ‘আঘাত’। এটি গেয়েছেন আরফিন রুমি ও দোলা রহমান। এর কথা লিখেছেন লুৎফর হাসান।, সুর ও সংগীত পরিচালনায় শাহরিয়ার মার্সেল। আসছে সেপ্টেম্বরে ইউটিউবে সিনেমাওয়ালা চ্যানেলে মুক্তি পাবে ‘সহযাত্রী’।

এনএনবাংলা/