অনলাইন ডেস্ক :
দক্ষিণ আফ্রিকার শহর জোহানেসবার্গের নতুন মেয়র জোলিডে মাতোনগো (৪৬) এক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট কাইরিল রামাফোসা। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, রাস্তায় দৌড়াতে থাকা একজন পথচারীকে বাঁচাতে গিয়ে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা খায় জোলিডের গাড়ি। এতে জোলিডের পাশাপাশি ওই পথচারী এবং অপর গাড়ি চালক মারা যান। দুর্ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন মেয়রের দুই গাড়ি চালক। জানা গেছে, করোনা সংক্রান্ত জটিলতায় জোহানেসবার্গের আগের মেয়রের মৃত্যুর পর এ বছরের ২০ আগস্ট মেয়র হন জোলিডে মাতোনগো। সূত্র: বিবিসি।
আরও পড়ুন
এক ভোটের ব্যবধানে সিনেটে পাস ট্রাম্পের বিগ, বিউটিফুল বিল
তাপপ্রবাহে ইউরোপে রেড অ্যালার্ট, ৪ জনের মৃত্যু
জনগণের প্রত্যাশার নির্বাচন চায় বিএনপি: তারেক রহমান