অনলাইন ডেস্ক :
দক্ষিণ আফ্রিকার শহর জোহানেসবার্গের নতুন মেয়র জোলিডে মাতোনগো (৪৬) এক গাড়ি দুর্ঘটনায় নিহত হয়েছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট কাইরিল রামাফোসা। স্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হচ্ছে, রাস্তায় দৌড়াতে থাকা একজন পথচারীকে বাঁচাতে গিয়ে একটি ভ্যানের সঙ্গে ধাক্কা খায় জোলিডের গাড়ি। এতে জোলিডের পাশাপাশি ওই পথচারী এবং অপর গাড়ি চালক মারা যান। দুর্ঘটনায় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন মেয়রের দুই গাড়ি চালক। জানা গেছে, করোনা সংক্রান্ত জটিলতায় জোহানেসবার্গের আগের মেয়রের মৃত্যুর পর এ বছরের ২০ আগস্ট মেয়র হন জোলিডে মাতোনগো। সূত্র: বিবিসি।
আরও পড়ুন
জাতিসংঘে একই দিনে ভাষণ দেবেন ইউনূস-মোদি-শাহবাজ
গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় ৪ সাংবাদিকসহ নিহত ২০
লুটের অস্ত্রের তথ্য দিলে ৫০০ থেকে ৫ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা