January 10, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, January 7th, 2022, 7:47 pm

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি: কাজাখস্তানে ১২ পুলিশসহ কয়েক ডজন বিক্ষোভকারী নিহত

অনলাইন ডেস্ক :

কাজাখস্তানে সরকারি ভবনে অগ্নিকাণ্ড ও বিক্ষোভের ঘটনায় বৃহস্পতিবার নিরাপত্তা বাহিনীর হাতে কয়েক ডজন বিক্ষোভকারী নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় ১২ পুলিশ কর্মকর্তা মারা গেছেন।

দেশটিতে নতুন বছরের শুরুতে জ্বালানি তেলের মূল্য দ্বিগুণ বাড়ানো হয়। এ ঘটনায় বিক্ষোভ চলছে বলে জানিয়েছে নিরাপত্তা বাহিনী।

পুলিশের মুখপাত্র সালতানাত আজিরবেক রাষ্ট্রীয় নিউজ চ্যানেল খবর-২৪ কে বলেছেন, বুধবারের ঘটনায় ১২ জন পুলিশ কর্মকর্তা নিহত এবং ৩৫৩ জন আহত হয়েছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে দুই হাজার জনকে গ্রেপ্তার করা হয়েছে।

যদিও ইন্টারনেট ভিডিও এবং স্বাধীন মিডিয়ার কিছু ফুটেজ দেখে পরিস্থিতির পরিষ্কার চিত্র পাওয়া কঠিন, তবে ভিডিও ফুটেজে রাস্তায় বিক্ষোভ ও আলমাটিতে রাষ্ট্রপতির বাসভবনসহ ভবনগুলোর ব্যাপক ক্ষতি হতে দেখা গেছে।