January 12, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, April 28th, 2023, 7:24 pm

জয়পুরহাটে যাত্রীবাহী বাস উল্টে ২৯ যাত্রী আহত

জয়পুরহাটের সদর উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস উল্টে নারী ও শিশুসহ বাসের ২৯জন যাত্রী আহত হয়েছেন। শুক্রবার (আজ) ভোরে উপজেলার পুরানাপৈল ইউনিয়নের গতন শহর এলাকার পাঁচবিবি-জয়পুরহাট সড়কে এ দুর্ঘটনা ঘটে।

আহত যাত্রীদের সকলেই পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রী বলে জানা গেছে।

জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম জানান, ঈদের ছুটি শেষে ‘আনাছ পরিবহন’ নামের যাত্রীবাহী বাসটি পঞ্চগড়, ঠাকুরগাঁও ও দিনাজপুরের বিভিন্ন এলাকার যাত্রী নিয়ে ঢাকায় যাচ্ছিল। পথে জয়পুরহাট সদর উপজেলার গতন শহর এলাকায় এসে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরে উল্টে গেলে এর ২৯জন যাত্রী আহত হন।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে ভর্তি করেন। দুর্ঘটনায় এখনও কারো মৃত্যু হয়নি।

—-ইউএনবি