অনলাইন ডেস্ক :
দেশের পাশাপাশি ওপার বাংলার সিনেমা দিয়েও দারুণ প্রশংসিত অভিনেত্রী জয়া আহসান। যার স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ-ভারতসহ বিভিন্ন দেশের চলচ্চিত্র উৎসব থেকে অর্জন করছেন নানা পুরস্কার ও সম্মাননা। সেই ধারাবাহিকতায় সফলতার ঝুলিতে জমা করলেন আরও একটি পুরস্কার। কলকাতার সিনেমা সাংবাদিকদের সংগঠন ‘ওয়েস্ট বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশন’ আয়োজিত ‘সিনেমার সমাবর্তন’ শিরোনামে এক অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ‘বিনি সুতোয়’ সিনেমার জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন জয়া। ফেসবুক পোস্টের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন জয়া নিজেই। পুরস্কার অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে জয়া লিখেছেন, ‘সেরা অভিনেত্রী হিসেবে এই পুরস্কার আমাকে সম্মানিত করেছে। কৃতজ্ঞতা জুরি বোর্ডের প্রতি। আমাকে এমন একটি পুরস্কারের জন্য নির্বাচন করার জন্য। ধন্যবাদ অতনু দা এবং সিনেমার পুরো টিমকে, আমার ওপর আস্থা রাখার জন্য। দর্শকদের ভালোবাসা।’ উল্লেখ, অতনু বিশ্বাস পরিচালিত ‘বিনি সুতোয়’ সিনেমাটিতে জয়ার বিপরীতে অভিনয় করেছেন ওপার বাংলার অভিনেতা ঋত্বিক চক্রবর্তী। সিনেমাটি কলকাতার পাশাপাশি বাংলাদেশেও মুক্তি পেয়েছে।
আরও পড়ুন
নায়িকা নিপুনের লন্ডনযাত্রা বাতিল
২২০ চলচ্চিত্র নিয়ে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব
মুক্তি পাওয়া ৪১ সিনেমার কোনটির আয় কত