রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আটজন নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (২৭ অক্টোবর) ডিবি থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
বার্তায় বলা হয়, রাজধানীতে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের আরও আটজন নেতাকর্মীকে ডিবি পুলিশ গ্রেপ্তার করেছে।
তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানায়নি গোয়েন্দা বিভাগের কর্মকর্তারা।
এনএনবাংলা/

আরও পড়ুন
হাদিকে হত্যাচেষ্টা: ফয়সালের স্ত্রীসহ তিনজন ৫ দিনের রিমান্ডে
‘রাজনৈতিক গুরুত্বপূর্ণ ব্যক্তি’ ও সংসদ নির্বাচনে প্রার্থীদের আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দিতে নীতিমালা জারি
আমরা যদি নিরাপদ না থাকি, এ দেশে আমাদের শত্রুরাও নিরাপদ থাকতে পারবে না: মাহফুজ আলম