অনলাইন ডেস্ক :
ঝালকাঠির সুগন্ধা নদীতে শনিবার আগুন লাগা সাগর নন্দিনী-২ জাহাজ থেকে পেট্রল অপসারণের সময় সোমবার বিকেলে বিস্ফোরণ ঘটেছে। এতে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে ঝালকাঠি পৌরসভার খেয়াঘাট সংলগ্ন এলাকার নদীতে এ ঘটনা ঘটে। জাহাজের পেট্রলে লাগা আগুন ক্রমে নদীতে ছড়িয়ে পড়ছে। রাত ৮টা পর্যন্ত ফায়ার সার্ভিসের কেউ ঘটনাস্থলে পৌঁছায়নি। এতে আগুন ছড়িয়ে পড়ার আতঙ্ক বিরাজ করছে।
পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের মালিকানাধীন সাগর নন্দিনী-২ জাহাজ থেকে ডিজেল ও পেট্রোল অন্য একটি ছোট ট্যাংকারে স্থানান্তরের কাজ চলছিল। এর মধ্যেই বিস্ফোরণের ঘটনা ঘটে।
বিস্ফোরণের পর পরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বরিশাল, ঝালকাঠি, কাউখালী ও নলছিটির চারটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত ৮টা পর্যন্ত জাহাজটিতে আগুন জ্বলছিল।
আরও পড়ুন
কমলগঞ্জে আধুনিক চাষাবাদের বিস্তারে হারিয়ে যাচ্ছে আখ চাষ
সাংবাদিক ও গণমাধ্যমের সুরক্ষা নিশ্চিত করা হবে –রংপুরে গণমাধ্যম সংস্কার কমিশন প্রধান কামাল আহমেদ
অবশেষে আলোচিত সেই এনজিও থেকে বাছুর বুঝে পেলেন দশ নারী