November 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Friday, October 31st, 2025, 5:59 pm

ঝালকাঠির রাজাপুরে সাবেক ছাত্র দলনেত্রী  মমতাজ  বেগমের  ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ

ঝালকাঠি:

ঝালকাঠি-১ (রাজাপুর – কাঠালিয়া) সংসদীয় আসনে সাবেক ছাত্রদল নেত্রী মমতাজ বেগম (নয়ন)কে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে সংসদ সদস্য হিসেবে দেখতে চায় রাজাপুর -কাঠালিয়ার এলাকাবাসী। ইতিমধ্যেই তিনি তার নির্বাচনী এলাকাসহ বৃহত্তর বরিশালবাসীর জন্য গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।

ঝালকাঠি -১ (রাজাপুর – কাঠালিয়া) সংসদীয় আসনে ত্রয়োদশ  জাতীয় নির্বাচনে জনমত  গঠনে  বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে  সপ্তাহ ব্যাপী লিফলেট বিতরণ করেছেন  সাবেক ছাত্র দল নেত্রী মমতাজ বেগম নয়ন। এসময় তার সাথে রাজাপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্র দল, শ্রমিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।  বিশিষ্ট সমাজসেবী, সাবেক সহ সভাপতি জনতা ব্যাংক জাতীয়তাবাদী অফিসার্স কল্যান সমিতি ঢাকা, নির্বাহী সদস্য জাতীয়তাবাদী পেশাজীবি পরিষদ ঢাকা,  সমাজ সেবায় বিশেষ অবদান রাখায়  দেশি – বিদেশী অসংখ্য স্বর্ণপদক প্রাপ্ত, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে সক্রিয় মমতাজ বেগম।

২০০৫  সালে জাতীয় সংসদ নির্বাচনেও সংরক্ষিত নারী আসন থেকে ও নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করেন তিনি। মমতাজ বেগম এক বিরল সমাজ সেবকের প্রতিকৃতি। বরিশালে বিমান বন্দর স্থাপন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মাওয়া পদ্মাসেতু বাস্তবায়নে আন্দোলনের স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য  সহ বহু সামাজিক সাংস্কৃতিক  কর্মকান্ডে নারী সমাজের স্বাবলম্বিতা অর্জনের লক্ষ্যে তাঁর উন্নয়ন মুখী তৎপরতা জনস্বীকৃত।

একটি সমৃদ্ধশালী আত্মনির্ভরশীল জাতিগঠনে এবং নারী সমাজের সার্বিক উন্নয়নে নিজেকে আমৃত্যু সম্পৃক্ত রাখাই তার জীবনের মহান ব্রত। মমতাজ বেগম  বলেন – দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর ৩১ দফা কর্মসূচী বাস্তবায়ন করতে আমারা রাজাপুর কাঠালিয়া বাসীর ঘরে ঘরে পৌঁছে দিয়ে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করে যাবো। আমি আশাবাদী জাতীয়তাবাদী শক্তিকে সুসংগঠিত করে সকলের ঐক্য প্রচেষ্টায় এ আসনটি পুনরুদ্ধার করে আমরা বিএনপিকে  উপহার দিতে পারবো।