জেলা প্রতিনিধি, শেরপুর (ঝিনাইগাতী) :
শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় আসন্ন মহান বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৬ ডিসেম্বর) উপজেলা পরিষদ হল রুমে আয়োজিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ফারুক আল মাসুদ। এতে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল কবীর, থানার ওসি (তদন্ত) আবুল কাশেম, ডেপুটি কমান্ডার সামছুল আলম, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শ্রী বিশ্বজিৎ রায় উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহ আলমসহ অন্যান্যরা।
এছাড়া উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলী বেগম, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ হুমায়ুন দিলদার, পিআইও আব্দুল মান্নান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার সুরুজ্জামান আকন্দ, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা জাসদের সাধারণ সম্পাদক একেএম ছামেদুল হক, উপজেলা মহিলা আওয়ামীলীগের আহবায়ক আয়শা সিদ্দিকা রুপালীসহ উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, বিভিন্ন ব্যাংকের প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ। উক্ত সভায় উৎসব মুখর পরিবেশে মহান বিজয় দিবসের প্রতিটি অনুষ্ঠান পালনের লক্ষ্যে পৃথক পৃথক ভাবে উপ-কমিটি গঠন করে ব্যাপক প্রস্তুতি নেয়া হয়েছে।
আরও পড়ুন
রংপুর পুলিশের পৃথক দুটি অভিযানে মাদকসহ আটক-৩, ধর্ষক গ্রেফতার করেছে র্যার ১৩
শহীদ আবু সাঈদের কবরে তিন উপাচার্যের শ্রদ্ধা নিবেদন
দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে শ্বশুর বাড়িতে মিলল জামাইয়ের ঝুলন্ত লাশ