ঝিনাইদহ সদরে ট্রাকের সঙ্গে মাছ বোঝাই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে আলমসাধুর (ইঞ্জিনচালিত স্থানীয় গাড়ি) চালক আছাদুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ জুন) ভোর ৫ টার দিকে গোপিনাথপুরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত আছাদুল মেহেরপুর জেলার গাংনী থানার যুগীরগোফা গ্রামের তাইজুল মিস্ত্রির ছেলে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান বলেন, আলমসাধুতে করে মেহেরপুরের গাংনী এলাকা থেকে ড্রামে মাছ নিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন আছাদুল। পথে ঝিনাইদহের গোপিনাথপুর এলাকায় ডিঙ্গেমারা সেতুর সামনে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আছাদুলের মৃত্যু হয়। পরে লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে গাড়িটিকে আটক করতে পারেনি পুলিশ।
—-ইউএনবি

আরও পড়ুন
কিশোরগঞ্জে সড়ক সংস্কার কাজে অনিয়মের প্রতিবাদে মানববন্ধন
উত্তরে কুয়াশার দাপটে বীজতলা নষ্ট হওয়ার আশঙ্কা
তিন দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন