ঝিনাইদহ সদরে ট্রাকের সঙ্গে মাছ বোঝাই আলমসাধুর মুখোমুখি সংঘর্ষে আলমসাধুর (ইঞ্জিনচালিত স্থানীয় গাড়ি) চালক আছাদুল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (৪ জুন) ভোর ৫ টার দিকে গোপিনাথপুরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।
নিহত আছাদুল মেহেরপুর জেলার গাংনী থানার যুগীরগোফা গ্রামের তাইজুল মিস্ত্রির ছেলে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের পরিদর্শক তানভীর হাসান বলেন, আলমসাধুতে করে মেহেরপুরের গাংনী এলাকা থেকে ড্রামে মাছ নিয়ে ফরিদপুরের দিকে যাচ্ছিলেন আছাদুল। পথে ঝিনাইদহের গোপিনাথপুর এলাকায় ডিঙ্গেমারা সেতুর সামনে পৌঁছালে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই আছাদুলের মৃত্যু হয়। পরে লাশটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে গাড়িটিকে আটক করতে পারেনি পুলিশ।
—-ইউএনবি

আরও পড়ুন
এলপি গ্যাস ব্যবসায়ীদের অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার
জুলাই যোদ্ধাদের আইনি সুরক্ষায় দায়মুক্তি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত: আসিফ নজরুল
রাজধানীতে পাইপলাইন লিকেজে তীব্র গ্যাস সংকট, ভোগান্তিতে নগরবাসী