ঝিনাইদহের কালীগঞ্জে ছাত্রলীগের দুই কর্মীকে আটক করা হয়েছে। মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার দামোদারপুর গ্রামে অভিযান চালিয়ে আটকের সময় তাদের কাছ থেকে ১৩০ গ্রাম গাঁজা জব্দ করার দাবি করেছে পুলিশ।
আটক ব্যক্তিরা হলেন- কালীগঞ্জ উপজেলার দামোদারপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে শিহাবুর রহমান ও নুরুল আমিনের ছেলে শাকিল আহমেদ।
পুলিশ জানায়, দুজনই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। এরমধ্যে শিহাবুর কোলা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি প্রার্থী ছিলেন।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) হুমায়ুন কবির খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার দামোদারপুর গ্রামে অভিযান চালিয়ে শিহাবুর ও শাকিলকে আটক করা হয়। আটকের পর তাদের কাছ থেকে ১৩০ গ্রাম গাঁজা উদ্ধার করে পুলিশ। এ বিষয়ে বুধবার কালীগঞ্জ থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।
—-ইউএনবি
আরও পড়ুন
পিএসসির তিন সদস্য নিয়োগ নিয়ে জামায়াতের আপত্তি
‘রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে আ.লীগের প্রেতাত্মারা এখনো বহাল’
ক্ষমতায় টিকে থাকার একটা অসুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে: মির্জা ফখরুল