ঝিনাইদহের কোটচাঁদপুরে নিজের লাইসেন্স করা বন্দুক দিয়ে আত্মহত্যা করেছেন নজরুল ইসলাম নজু (৭২) নামের এক কাপড় ব্যবসায়ী।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) উপজেলার পৌরসভা ৫নং ওয়ার্ডের নিজ বাসভবনে লাইসেন্সকৃত দোনালা বন্দুকের গুলিতে তিনি আত্মহত্যা করেন। নিহত নজরুল ইসলাম ওই এলাকার আব্দুর রহিমের ছেলে।
পরিবার ও স্থানীয়দের থেকে জানা যায়, সকাল ৮টার দিকে পরিবারের সদস্যদের আলাদা কক্ষে আটকে রেখে নিজের গলায় বন্দুক ঠেকিয়ে গুলি চালান। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পৌরসভার ৫নং ওয়ার্ডের সাবেক কমিশনার সোহেল আরমান বলেন, নজু দীর্ঘদিন ধরে কাপড়ের ব্যবসা করছিলেন এবং ব্যাংকের সঙ্গে তার লেনদেন ছিল। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সেটা প্রশাসন তদন্তের মাধ্যমে নিশ্চিত করবে।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতব্বর বলেন, প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, নিহত নজরুল প্রায় ৬০ থেকে ৭০ লাখ টাকার খেলাপি ঋণ ছিল। তবে পারিবারিক কলহও একটি কারণ হতে পারে। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।
এনএনবাংলা/
আরও পড়ুন
এবার তেজগাঁওয়ে ‘নিষিদ্ধ’ আওয়ামী লীগের মিছিল
স্বস্তি নেই বাজারে, সবজি কিনতেই পকেট ফাঁকা
হাতকড়া ও শিকল পরিয়ে আরও ৩০ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র