January 4, 2025

The New Nation | Bangla Version

Bangladesh’s oldest English daily newspaper bangla online version

Tuesday, December 27th, 2022, 8:04 pm

ঝিনাইদহে যাত্রীবাহী বাসের ধাক্কায় বাইসাইকেল আরোহী নিহত

ঝিনাইদহে যাত্রীবাহী একটি বাসের ধাক্কায় রকিবুল ইসলাম (৫৫) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সকালে সদর উপজেলার কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রকিবুল শৈলকুপা উপজেলার মহব্বতপুর গ্রামের মৃত আব্দুল লতিফ মোল্লার ছেলে।

তিনি ঝিনাইদহ শহরের চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড এলাকার ব্র্যাক ব্যাংকে নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয়রা জানায়, রকিবুল ডিউটি শেষ করে সকালে বাইসাইকেলযোগে শহর থেকে গ্রামে যাচ্ছিলেন। পথে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা গড়াই পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরুতর আহত হন।

খবর পেয়ে ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঝিনাইদহ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তৌফিক হাসান বলেন, রকিবুল ইসলাম হাসপাতালে আসার আগেই মারা গেছেন। আমরা তাকে মৃত অবস্থায় পেয়েছি।

আরাপপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সড়ক দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এছাড়া ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ঘটনার পরপরই বাসসহ চালক পালিয়ে গেছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

—ইউএনবি