ঝিনাইদহে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ও দেশজুড়ে চলমান নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষুব্ধ ছাত্র-জনতা শেখ মুজিবুর রহমানের ‘এক তর্জনী’ স্তম্ভটি বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ১০টার দিকে শহরের স্বাধীনতা চত্বরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা গেছে, সকাল ১০টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা আওয়ামী লীগের ঘোষিত লকডাউন, যানবাহনে অগ্নিসংযোগ ও সাম্প্রতিক সহিংসতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি স্বাধীনতা চত্বরে পৌঁছালে তারা শেখ মুজিবুর রহমানের প্রতীকী ‘এক তর্জনী’ স্তম্ভটি ভাঙচুর করে বুলডোজার দিয়ে সম্পূর্ণ গুঁড়িয়ে দেন।
উল্লেখ্য, চলতি বছরের ৫ আগস্ট ‘চব্বিশে জুলাই’ আন্দোলনের সময়ও স্তম্ভটি ভাঙচুরের শিকার হয়েছিল। তখন স্তম্ভের কিছু অংশ অবশিষ্ট ছিল, যা আজ বিক্ষুব্ধ ছাত্র-জনতা সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্যসচিব সাইদুর রহমান বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ অতীতেও ক্ষমতা টিকিয়ে রাখতে অগ্নিসংযোগ ও হত্যাযজ্ঞ চালিয়েছে। জুলাইয়ের গণঅভ্যুত্থানে হাজারো মানুষকে পঙ্গু ও দেড় হাজারের বেশি ছাত্র-জনতাকে হত্যা করেছে। আজও শহিদদের রক্তে রাজপথ ভেজা। অথচ আওয়ামী লীগ আবারও অগ্নিসন্ত্রাসে মেতে উঠেছে। সেই কারণেই ক্ষুব্ধ ছাত্র-জনতা বাকশালের জনক শেখ মুজিবের স্তম্ভ গুঁড়িয়ে দিয়েছে।
এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিক্ষুব্ধ ছাত্র-জনতা স্তম্ভটি ভেঙে দিয়েছে। খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি।
এনএনবাংলা/

আরও পড়ুন
সাঈদ খোকন ও তার বোনের বিরুদ্ধে অর্থপাচার মামলা অনুমোদন দিল দুদক
বুয়েনস আইরেস ও ডাবলিনে নতুন দূতাবাস খুলছে বাংলাদেশ
রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে ব্রিটিশ উন্নয়ন মন্ত্রী জেনি চ্যাপম্যান